ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দলীয় কোন্দলে বিএনপি নেতার মৃত্যু

প্রকাশিত: ০০:৩৪, ৪ জানুয়ারি ২০১৮

দলীয় কোন্দলে বিএনপি নেতার মৃত্যু

সংবাদদাতা,পাথরঘাটা,বরগুনা ॥ বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি মো. বশির আহমেদ সিকদারের দলীয় কোন্দলে (৫৫) মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পিতিবার (৩ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডসীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাকচিড়া ইউপি বিএনপির সহ সাংগঠানিক সম্পাদক মিন্টু আহম্মেদ বলেন, গত ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা উপজেলা কমিটির নেত্রীবৃন্দ কাকচিড়ায় আসেন দলীয় কাজে।এসময় কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে বসেন। সেই কক্ষে বসে রাজা জোমাদ্দারের সাথে বাশির সিকদারের কথা নিয়ে বিতর্কের সৃস্টি হয়। এসময় রাজা জোমাদ্দারের নেতৃত্বে বশির সিকদারএর ওপর মজনু, লিটন ও সজিব তাঁর ওপর আতর্কিত হামলা করেলে ঘটনা স্থলেই তিনি মেঝেতে লুটিয়ে পরেন।পরে স্থানীয় ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডসীপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৯ দিন চিকিৎসায় থাকার পর গত বৃহস্পতিবার দিবাগত রাতে আইসিইউতে থাকাকালীন সময় বশির সিকদারের মৃত্যু হয়। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো.খবীর আহমেদ বলেন, ১১ ডিসেম্বর ১১জ কে আসামী করে ও আরও অজ্ঞাত ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।
×