ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

প্রকাশিত: ২০:২৯, ৪ জানুয়ারি ২০১৮

নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

অনলাইন ডেস্ক ॥ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি বলেন, ইতোমধ্যে সমাবেশের কর্মসূচি উপলক্ষে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ২০১৫ সাল থেকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে দাবি করছে বিএনপি। এ উপলক্ষে শুক্রবার (৫ জানুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাচ্ছে দলটি। রিজভী বলেন, সভা-সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। আমি অবিলম্বে বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে অনুমতি দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আবারও আহ্বান জানচ্ছি। পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতির বিষয়ে কিছু জানানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এখনও আমাদেরকে কিছু জানায়নি। অনুমতি না পেলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে যথাসময়ে অবহিত করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ডা. সরফত আলী সপু, এ জেড এম জাহিদ হোসেন, আবদুস সালাম আজাদ, খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, মুনির হোসেন ও তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
×