ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার বিচারক তাহসান, মৌ ও শুভ

প্রকাশিত: ০৬:২৪, ৪ জানুয়ারি ২০১৮

‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার বিচারক তাহসান, মৌ ও শুভ

স্টাফ রিপোর্টার ॥ ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’ স্লোগানে ২০১৮ সালের ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার’-প্রতিযোগিতার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। গতকালই এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীদের অংশ নিতে ফেসবুক পেজ বা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে এবারের আয়োজনের থিম এবং নেমোনিক উন্মোচন করার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া তুলে ধরা হয়। এই আয়োজনে এবারের আসরে বিচারক হয়েছেন সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের হেড অব পারসোনাল কেয়ার নাফিস আনোয়ার। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিলিভার বাংলাদেশের স্কিন ক্লিনজিংয়ের ক্যাটাগরি হেড নাদিয়া তাবাসসুম, প্রতিযোগিতার বিচারক তাহসান খান ও আরিফিন শুভ। চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টারের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বিচারকরা। তারা এই প্ল্যাটফর্ম থেকেই আগামীর সুপার স্টার উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন । অনুষ্ঠানে আয়োজকরা জানান এবারের প্রতিযোগিতায় বিজয়ী লাক্স সুপার স্টারের জন্য থাকছে একটি নিউ ব্র্যান্ড গাড়ি ও নগদ ৫ লাখ টাকা। পাশাপাশি ক্রাউন জয়ী বাংলাদেশে লাক্সের ব্রান্ড এ্যাম্বাসেডর ও ইউনিলিভারের ব্রান্ড কমিউনিকেশনসে পারফর্ম করবেন। বাংলাদেশ ফিল্ম এ্যান্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্স করারও সুযোগ পাবেন। এছাড়াও চ্যানেল আইয়ের পক্ষ থেকে থাকছে ইমপ্রেস টেলিফিল্ম নির্মিত চলচ্চিত্র ও নাটকে অভিনয়ের সুযোগ। প্রতিযোগিতায় প্রথম রানার আপের জন্য থাকছে ৪ লাখ টাকা, ইউনিলিভারের ব্রান্ড কমিউনিকেশনসে পারফর্মের সুযোগ ও বাংলাদেশ ফিল্ম এ্যান্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্সের সুযোগ। দ্বিতীয় রানার আপ পাবেন ৩ লাখ টাকা এবং ইউনিলিভারের ব্রান্ড কমিউনিকেশনসে পারফর্ম ও বাংলাদেশ ফিল্ম এ্যান্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্সেরও সুযোগ। এছাড়া টপ টেন প্রতিযোগির পোর্টফলিও তৈরি করবেন দেশের খ্যাতনামা ফটোগ্রাফাররা। এই প্রতিযোগিতায় আগ্রহীরা িি.িষীঁংঁঢ়বৎংঃধৎ.পড়স এই সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রতিযোগিতার বিচারক হওয়া প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, লাক্স তারকাদের সঙ্গে আমার পর্দায় কাজ করা হয়েছে। এবার সেই প্রতিযোগিতামূলক জনপ্রিয় অনুষ্ঠানে মূল বিচারকের একজন হিসেবে কাজ করব। এটা সত্যিই ভিন্ন রকম একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। আশা করছি, এবারের অনুষ্ঠানটি সবার কাছে উপভোগ্য হবে।
×