ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের ওপর চাপ দেবে ওআইসি

প্রকাশিত: ০১:৫৮, ৩ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের ওপর চাপ দেবে ওআইসি

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করবে মুসলিম দেশগুলোর জোট ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। এছাড়া রোহিঙ্গা ইস্যুটি বিভিন্ন বৈশ্বিক ফোরামে তুলে ধরবে সংস্থাটি। ঢাকায় সফররত ওআইসির মানবাধিকার সংস্থার (আইপিএইচআরসি) প্রতিনিধি দলের নেতা ড. রশিদ আল-বালুসি বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার ওআইসির প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি সরেজমিন দেখতে ওআইসি’র মানবাধিকার সংস্থার ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ সফরে এসেছেন। প্রতিনিধি দলটি আগামী ৬ জানুয়ারি পর্যন্ত রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। আজ বৃহস্পতিবার থেকে প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো দেখতে যাবেন। বুধবার সকালে ঢাকায় আসার পরে ওআইসির প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে ওআইসির প্রতিনিধি দলের নেতা ড. রশিদ আল-বালুসি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন। ড. রশিদ আল-বালুসি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে তাদের বসত-ভিটায় ফিরিয়ে নিতে হবে। মিয়ানমার যাতে রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করে ফিরিয়ে নেয় এজন্য যথাযথ চাপ প্রয়োগ করবে ওআইসি। এ ছাড়া একাধিক বৈশ্বিক ফোরামে এরই মধ্যে ওআইসি রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরেছে এবং সামনের দিনেও তুলে ধরবে। তিরি আরো বলেন, নির্যাতিত এই জনগোষ্ঠীকে বাংলাদেশ যেভাবে সহযোগিতা করছে তা প্রসংশনীয়। রোহিঙ্গা ইস্যুতে ওআইসি সবসময়েই বাংলাদেশের পক্ষে রয়েছে।
×