ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে বিচারক লাঞ্ছিত মামলায় কারাদন্ড ২৬

প্রকাশিত: ০১:৫০, ৩ জানুয়ারি ২০১৮

জামালপুরে  বিচারক লাঞ্ছিত মামলায় কারাদন্ড ২৬

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসহ তাদের কর্মচারীদের লাঞ্ছিত করার দায়ে আদালত ওই মামলার ৩০ জন আসামির মধ্যে ২৬ জনকে বিভিন্ন ধারায় ৫ বছর ৬ মাস করে কারাদন্ড ও জরিমানার সাজা দিয়েছেন। জামালপুরের চিফ জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতের বিজ্ঞ জুডিসিয়াল মেজিস্ট্রেট সোলায়মান কবির বুধবার দুপুর আড়াইটায় এ রায় দেন। মামলা সূত্রে জানা গেছে, জামালপুর শহরের তমালতলা এলাকায় মিতালী মার্কেটে ১৪ জুন বিচারকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটে। ওইদিন ওই মার্কেটের সিঙ্গাপুর লেদার হাউজে ব্যাগ কেনা নিয়ে বাগ বিতন্ডার জের ধরে দোকান কর্মচারীরা জামালপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল মেজিস্ট্রেট এ বি এম গোলাম রসুল, সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট ওয়াহেদুজ্জামানসহ গানম্যান ও অফিস সহকারীকে লাঞ্চিত করে। ওইদিন রাতেই চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের অফিস সহায়ক মিজানুর রহমান বাদী হয়ে সিঙ্গাপুর লেদার হাউজের মালিক মোতাহার হোসেনকে প্রধান আসামি করে ৮১ জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম তদন্ত শেষে ২৩ নবেম্বর ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বাদীসহ ১২জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত ২৬ জনকে মামলার তিনটি ধারায় ৫ বছর ৬ মাস করে কারাদন্ড এবং ৭ হাজার ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদন্ডাদেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত চারজন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। খালাস হওয়া আসামিরা হলেন নয়ন, মান্নান, ফারুক ও আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আনোয়ারুল করিম শাহজাহান ও অ্যাডভোকেট মোঃ আনছার আলী।
×