ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দীর বিকল্প হিসেবে নয়াপল্টন চায় বিএনপি

প্রকাশিত: ০১:০৬, ৩ জানুয়ারি ২০১৮

সোহরাওয়ার্দীর বিকল্প হিসেবে নয়াপল্টন চায় বিএনপি

অনলাইন ডেস্ক ॥ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি না পেলে তার বিকল্প হিসেবে নয়াপল্টনে আয়োজন করতে চায় বিএনপি। আগামী ৫ জানুয়ারি সমাবেশের দিন নিরধারণ করেছেন বিএনপির নেতারা। এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে দলটি।তবে এখনও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। ২০১৫ সাল থেকে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। রিজভী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, সরকার বিএনপির গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান জানাবে। সমাবেশের অনুমতি দিয়ে বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ করে দেবে।
×