ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে সংঘর্ষে এক যুবক নিহত, আহত ২০

প্রকাশিত: ০১:৫৬, ২ জানুয়ারি ২০১৮

গোপালগঞ্জে সংঘর্ষে এক যুবক নিহত, আহত ২০

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফায়েক মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্ত:ত ২০ জন। সংঘর্ষ চলাকালে সেখানকার কয়েকটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামে এসব ঘটনা ঘটে। নিহত ফায়েক মিয়া ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাহারা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আবু তৈয়ব মিয়া ও সরোয়ার মিয়া’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে সরোয়ার গ্রুপের সমর্থক ফায়েক মিয়া নামে এক যুবক নিহত হয় এবং উভয়পক্ষের অন্ত:ত ২০ জন আহত হয় ও বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুকসদপুর থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×