ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে ॥ ওয়াশিংটন

প্রকাশিত: ১৮:৫৩, ২ জানুয়ারি ২০১৮

পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে  ॥ ওয়াশিংটন

অনলাইন ডেস্ক ॥ মার্কিন রিপাবলিকান দলের যুদ্ধবাজ সিনেটর লিন্ডসে গ্রাহাম হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, ২০১৮ সাল একটি অন্যতম বিপজ্জনক বছরে রূপ নেবে। এবছর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু যুদ্ধের দামামা বেজে উঠতে পারে। পিয়ংইংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বোমা ইস্যুতে সৃষ্ট উত্তেজনার জেরে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান টানাপড়েনের প্রতি ইঙ্গিত করেই এমন মন্তব্য করলেন এ সিনেটর। ২০১৭ সালের বছরের শেষ দিনে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার মাধ্যমে দেশটির ওপর কঠোর চাপ সৃষ্টি করা। উত্তর কোরিয়া তার সপ্তম পরমাণু বোমার পরীক্ষা চালালে ৭০ ভাগ সম্ভাবনা রয়েছে যে আগামী ১২ মাসের মধ্যে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে। হস্তক্ষেপমূলক বিদেশী নীতির প্রতি কট্টর সমর্থনকারী গ্রাহাম আরো বলেন, উত্তর কোরিয়া যদি দীর্ঘ পাল্লার আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তাহলে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ বেধে যাওয়ার সম্ভাবনা ৩০ ভাগ বেড়ে যাবে। পরমাণু কর্মসূচি থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখতে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করার মতো একটি মাত্র পথই খোলা রয়েছে বলেও মন্তব্য করেন সিনেটর গ্রাহাম। গ্রাহম বলেন, ২০১৮ সাল হতে যাচ্ছে মার্কিন ভূখণ্ডে আঘাত হানার উত্তর কোরিয়ার সক্ষমতাকে ধ্বংস করে দেয়ার বছর। দেশটির বিরুদ্ধে উপযুক্ত সামরিক ব্যবস্থা না নেয়া হলে কেবল নিষেধাজ্ঞা দিয়ে কোনো কাজ হবে না বলেও সতর্ক করেন তিনি।
×