ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সাথে সংঘর্ষে আহত ৩৯

প্রকাশিত: ০০:৩৬, ১ জানুয়ারি ২০১৮

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সাথে সংঘর্ষে আহত ৩৯

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উঠা নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি থামাতে গেলে পুলিশের উপর ছাত্রদলকর্মীরা ইট, পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ছাত্রদল কর্মীদের শান্ত করার চেষ্টা করে ব্যার্থ হলে লাঠিচার্জ করে। এরপরে ছাত্রদলকর্মীদের বেপরোয়া আক্রমণেরমুখে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসংঘর্ষে ৯ পুলিশ সদস্যসহ অন্তত ৩৯ জন আহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ নেতাকর্মীকে আটক করেছে। সোমবার দুপুরে শহরের শহীদ আমিন উদ্দিন রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। পাবনা সদর এসপি সার্কেল ইবনে মিজান জানিয়েছেন, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উঠা নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারিসহ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় দূরে অবস্থানরত পুলিশ নেতাকর্মীদের শান্ত করতে এগিয়ে গেলে ছাত্রদল কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করলে ছাত্রদল কর্মীরা পুলিশের উপর বেপরোয়া হামলা চালায়। এসময় পুলিশ ৭ রাউন্ড টিয়ারশেলসহ ৪১ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসংঘর্ষে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ ৯ পুলিশ এবং জেলা ছাত্রদল সভাপতি হিমেল রানা, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, এগ্রিকালচার এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) মহাসচিব কৃষিবিদ হাসন জাফির তুহিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, দপ্তর সম্পাদক জহুরল ইসলামসহ অন্তত ৩০ জন আহত হয়। আহত পুলিশ সদস্য ও নেতাকর্মীদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত এ্যাব মহাসচিব কৃষিবিদ হাসন জাফির তুহিনকে বিকেলে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ জনকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। যদিও জেলা বিএনপি নেতৃত্ব দাবি করেছেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও গুলিবর্ষণ করলে তাদের ৩০ নেতাকর্মী আহত হয়।
×