ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে সাবেক সাংসদের বাসভবনে হামলা, আহত ১০

প্রকাশিত: ২৩:০৭, ১ জানুয়ারি ২০১৮

চরফ্যাশনে সাবেক সাংসদের বাসভবনে হামলা, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, চরফাশন ॥ ভোলার চরফ্যাশনে সোমবার দুপুরে বিএনপির সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের বাসভবনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষির্কী পালনকালে দুর্বৃত্তরা হামলা করেছে। এসময় ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হয়েছে। হামলাকারীরা বাসভবনের জানালার কাচ ভাংচুর ও তিনটি মটোরসাইকেলে আগুন দেয়। সংবাদপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভায় এবং থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া অভিযোগ করেন থানা পুলিশ থেকে পূর্বানুমতি নিয়ে নাজিম উদ্দিন আলমের বাসভবনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার প্রাক্কালে কয়েক জন যুবলীগ কর্মী হঠাৎ বাসভবনে হামলা ও অগ্নি সংযোগ করে এতে ছাত্রদলের ১০ নেতা কর্মী আহত হয়। উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আসলামী জানান, হামলাকারীরা তার একটি মটোর সাইকেলসহ তিনটি মটোরসাইলে আগুন দেয়। যুবলীগ নেতা-কর্মীরা এসব অভিযোগ মিথ্যা দাবী করে বলেন, বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারণে নাজিম উদ্দিন আলমের প্রতিপক্ষ বিএনপির অপরগ্রুপ এ হামলা করেছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
×