ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থার্টি ফার্স্ট নাইট; রাজধানীর আকাশে হেলিকপ্টার টহল

প্রকাশিত: ১৮:১২, ১ জানুয়ারি ২০১৮

থার্টি ফার্স্ট নাইট; রাজধানীর আকাশে হেলিকপ্টার টহল

অনলাইন রিপোর্টার ॥ রাজধানী ঢাকাসহ সারাদেশে ইংরেজি নববর্ষে নিরাপত্তা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চ লাইট নিয়ে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার। রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার আগ থেকেই পুলিশ, র্যাবসহ নিরাপত্তা বাহিনীর ব্যাপক টহল চোখে পড়ে। সন্ধ্যার পরই রাজধানীর আকাশে চক্কর দিতে দেখা যায় হেলিকপ্টার। গুলশান এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) কর্নেল মো. আনোয়ার লতিফ খানসহ শীর্ষ কর্মকর্তারা। এসময় গুলশান-২ নম্বর গোল চত্বরে ল্যান্ডমার্ক টাওয়ারের সামনে কর্নেল আনোয়ার লতিফ সাংবাদিকদের জানান, সার্চ লাইট নিয়ে হেলিকপ্টার টহল দেওয়া হচ্ছে। আকাশে কুয়াশা থাকলেও এই সার্চ লাইট দিয়ে নিচে স্পষ্ট দেখা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইংরেজি নববর্ষে বাড়ির ছাদ ও রাস্তাঘাটে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই হেলিকপ্টার টহল চলছে।
×