ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারী চিত্র

প্রকাশিত: ০৭:৩০, ১ জানুয়ারি ২০১৮

নারী চিত্র

২০১৭ সালে সারা বছর বাংলাদেশের নারীদের সাফল্য আর ব্যর্থতা নিয়ে পেছনের দিকে তাকালে বুঝতে অসুবিধা হবে না সম্ভাবনাময় বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে তার ব্যর্থতাকে সামলে নিয়েও। নারী-পুরুষ সমতায় বাংলাদেশ বিশ্বে ৪৭তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্রতিবেদনে বের হয়ে আসে নারী-পুরুষের সমতায় বাংলাদেশ বিশ্বে ২০১৭ সালে ৪৭তম অবস্থানে। শুধু তাই নয় দক্ষিণ এশিয়ায় একেবারে সর্বোচ্চ স্থানে। এই দেশগুলো বাংলাদেশের সঙ্গে কোন তুলনায়ই আসেনি। কারণ ভারতসহ অন্যান্য দেশের অবস্থান একেবারে ১০০-এর ওপরে। আরও বিস্ময় ৪টি সূচকে বাংলাদেশ সারা বিশ্বে প্রথম স্থানে। ২০১৫ সালে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষস্থানে থাকলেও বৈশ্বিক অবস্থানে অনেক পিছিয়ে ছিল। ২০১৬ সালেও বাংলাদেশ ছিল ৭২তম। কিন্তু মাত্র এক বছরে ২৫টি দেশকে অতিক্রম করে বাংলাদেশ ৪৭তম জায়গায় নিজের আসন প্রতিষ্ঠিত করার গৌরব অর্জন করে। এটা দেশের সামগ্রিক সমৃদ্ধির একটি বিশিষ্ট মাইলফলক। অর্থাৎ উন্নয়নের গতিপ্রবাহের সঙ্গে নারীর অংশীদারত্ব অনেক বেশি স্পষ্ট এবং জোরালো যা সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে সবচেয়ে সহায়ক শক্তির অবদান রাখতে দৃঢ়প্রত্যয়ী। চিকিৎসকের সাফল্য চিকিৎসক সায়েবা আক্তারের অসামান্য আবিষ্কার সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী সাফল্য। রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু ঠেকাতে নতুন পদ্ধতি তৈরি করে বাংলাদেশের ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডাঃ সায়েবা বিশ্বনন্দিত হয়েছেন। ২০০০ সালে ঢাকা মেডিক্যালে ধাত্রীবিদ্যা বিভাগের প্রধান হিসেবে কর্মরত অবস্থায় এই বিজ্ঞ চিকিৎসক প্রসবকালীন সময়ে মেয়েদের রক্তক্ষরণ শুরু হলে কিভাবে তা প্রতিকার করা সম্ভব? নিজের মেধা ও মনন কাজে লাগিয়ে অতি সাধারণ এক পদ্ধতি উদ্ভাবন করেন যা রক্তক্ষরণের মতো মারাত্মক সমস্যাকে সামলিয়ে প্রসূতিকে নিরাময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের বিভিন্ন জার্নালে এই পদ্ধতির ওপর বিশেষ প্রবন্ধও লেখেন তিনি। এই কৃতী চিকিৎসক। যা সারা বিশ্বে আলোড়ন তোলে এবং তিনি পুরস্কৃতও হন। ঝালকাঠির শারমিন আক্তার নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে যে অসম সাহসিকতার পরিচয় দেয় ঝালকাঠির শারমিন আক্তার তা দেশের সীমার মধ্যে আবদ্ধ থাকেনি। এই সংবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লে ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ ২০১৭ পুরস্কার পেয়ে শারমিন শুধু নিজেকেই গৌরবান্বিত করেনি দেশকেও নিয়ে যায় সম্মানের শীর্ষ শিখরে। একজন কিশোরীর বিশ্বব্যাপী এতবড় সাফল্য অনেক বড় অর্জন। যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের কাছ থেকে শারমিন এই সম্মান গ্রহণ করে। গৃহকর্মী আদুরী- নির্যাতন মামলার রায় ২০১৭ সালে বাংলাদেশে নারী নির্যাতনের ওপর এক যুগান্তকারী রায় ঘোষণা হয়। এ ধরনের রায় দেশে এই প্রথম। ২০১৩ সালে গৃহকর্ত্রী নওরীন জাহান অমানুষিক নির্যাতন করে পল্লবীর এক ডাস্টবিনে আদুরীকে ফেলে দেয়। ২৩ সেপ্টেম্বর ১১ বছরের শিশু আদুরীকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়। ২০১৩ সালে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দাখিল করলেও পরের বছর ২০১৪ সালে আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিচার কার্য শুরু করে। ৩ বছর পর এই বিচারের রায়ে গৃহকর্ত্রীকে যাবজ্জীবন কারাদ- এবং এক লাখ টাকা অর্থদ- দেয়া হয়। আদুরীর পক্ষে আইনী লড়াই করেছেন এ্যাডভোকেট সালমা আলী। অন্যান্য বছরের মতো এবারও বছর জুড়ে ধর্ষণ নির্যাতনের খবর থাকলেও বনানীর হোটেল রেইনট্রিতে তরুণী ধর্ষণ বিশেষভাবে আলোচনায় ছিল। বাসে গণধর্ষণ শেষে তরুণীর ঘাড় ভেঙ্গে হত্যা করে ফেলে দেয়ার অমানবিক ঘটনাটিও মানুষকে বিচলিত করেছে।
×