ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাহিদুল আলম জয়

খেলার জগত

প্রকাশিত: ০৭:২৬, ১ জানুয়ারি ২০১৮

খেলার জগত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস ক্রিকেটে সেরা সাফল্যের দেশ অস্ট্রেলিয়া। বিদায়ী বছর টেস্ট ক্রিকেটে তাদের প্রথমবারের মতো হারিয়ে আরেকটি স্বর্ণালি সাফল্য পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগস্টে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অসিদের নাকানি-চুবানি খাইয়ে ২০ রানের ইতিহাস গড়া জয় পান মুশফিক-সাকিবরা। অথচ বাংলাদেশে আসা নিয়ে অস্ট্রেলিয়া কম টালবাহানা করেনি। বিগত কয়েক বছর আসবে আসবে বলেও নিরাপত্তা শঙ্কায় সফর বাতিল করে। শেষমেশ দুই টেস্টের জন্য বাঘের ঢেরায় পা রাখে ক্যাঙ্গারুরা। তাতেই কুপোকাত হয় স্টিভেন স্মিথের দল। বিশেষ করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছেই কাহিল হয় অসিরা। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পান বিশ্বসেরা তারকা। ব্যাট হাতেও প্রথম ইনিংসে দলের দুঃসময়ে সাকিব করেন ৮৪ রান। সঙ্গতকারণে ইতিহাসগড়া জয়ে ম্যাচসেরা হন সাকিব। বিদায়ী বছরে বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলেছে। ২০০০ সালে পাঁচদিনের ক্রিকেটে অভিষেকের পর যা প্রথম। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্টে অসাধারণ জয় পায় বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে টাইগাররা ১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে ফিরেই বিশ্বকে চমক দেয় বাংলাদেশ। গত জুনে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে বিদায় করে শেষ চারের টিকেট কাটে মাশরাফি বিন মর্তুজার দল। এর মধ্য দিয়ে আইসিসির যে কোন টুর্নামেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার গৌরবে ভাসে লাল-সবুজের দেশ। দুই ফরমেটে অধিনায়ক সাকিব, টি২০ থেকে ম্যাশের বিদায় ২০০৯-১১ পর্যন্ত সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরমেটেই অধিনায়ক। এরপর বিশ্বসেরা অলরাউন্ডারকে সরিয়ে নেতৃত্বে আনা হয় মুশফিকুর রহীমকে। তবে গত দুই বছরে নেতৃত্বে আবারও বড় ধরনের রদবদল ঘটেছে। বিশেষ করে বিদায়ী বছরে। আগেই মুশফিককে ওয়ানডে ও টি২০ অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল। গেল ডিসেম্বরে টেস্ট অধিনায়ক পদ থেকেও মুশিকে অব্যাহতি দেয়া হয়। তার জায়গায় ফের নেতৃত্বে এসেছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার আগেই দায়িত্ব পান টি২০তে। মাশরাফি বিন মর্তুজা স্বল্পঘরানার ক্রিকেট থেকে অবসর নেয়ার পর সাকিবের হাতে তুলে দেয়া হয়েছে নেতৃত্ব। এপ্রিল মাসে শ্রীলঙ্কা সফরে টি২০ থেকে অবসরের ঘোষণা দেন ম্যাশ। মাশরাফি বীরত্বে বিপিএল সেরা রংপুর তিনি যেখানেই হাত রেখেছেন, সেখানেই সোনা ফলেছে। দেশের জার্সিতে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলার উপলক্ষ কেউ খুঁজে পাবে না। শুধু তাই নয়, ঘরোয়া লীগেও নড়াইল এক্সপ্রেস অপ্রতিদ্বন্দ্বী। দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেটে (বিপিএল) তিনিই সফল দলনেতা। এখন পর্যন্ত পাঁচ আসরে চারটা ট্রফিই ম্যাশের হাত ছুঁয়েছে। ২০১৭ সালের ১২ ডিসেম্বর নতুন দল রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করান মাশরাফি। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে এ কৃতিত্ব দেখায় ম্যাশের দল। আগের চার আসরের মধ্যে দুইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে আর একবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মুকুট জয় করেন মাশরাফি। বিস্ফোরক ব্যাটিংয়ে গেইলের বিশ্বরেকর্ড ১২ ডিসেম্বর ১২তম সেঞ্চুরি। বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি২০ আসরে এই ডজন পরিমাণ শতকের অর্ধেকই বিশ্বের অন্যতম দুর্ধর্ষ ব্যাটসম্যান ক্রিস গেইলের। বিপিএল ফাইনালে যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ব্যক্তিগত এক ইনিংসে এত বেশি ছক্কা কোন ফরমেটে কোন ব্যাটসম্যান হাঁকাতে পারেননি। ক্যারিবীয় তারকা গেইল শতক হাঁকান বিশ্বরেকর্ড গড়ে। ৬৯ বলে ৫ চার, ১৮ ছক্কায় ১৪৬ রানে অপরাজিত থাকেন। বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। এর মধ্য দিয়ে বিপিএলে ১০০ ছক্কার মাইলফলকও পেরিয়ে যাণ। পূর্ণ করেন বিপিএলে দশম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রানও। হাথুরুসিংহের বিদায় বাংলাদেশের ক্রিকেটের আজকের উচ্চতার পেছনে অনেক অবদান শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহের। তার হাত ধরে অনেক স্বর্ণালি সাফল্য পেয়েছে লাল-সবুজের দেশ। কিন্তু অনেকটা অবাক করে গত নবেম্বরে বাংলাদেশের কোচ পদ ছাড়েন তিনি। সাকিব-মুশফিকদের বিদায় জানিয়ে হাথুরু নিজ দেশ শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিয়েছেন। কিশোরী মেয়েদের স্বর্ণালি সাফল্য ধারাবাহিকতা ধরে রেখে বিদায়ী বছরেও সাফল্যের সোনারোদে ভেসেছে বাংলাদেশের মহিলা ফুটবল। ২০১৬ সালে দেশে হওয়া এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশের কিশোরীরা। আর ২০১৭ সালের ২৪ ডিসেম্বর সাফ অনূর্ধ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলার মেয়েরা। ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে বিজয়ের মাসে দেশবাসীকে গৌরবে ও আনন্দে ভাসান মারিয়া, মাহমুদারা। তাক লাগানো এই সাফল্যে অভিনন্দন ও প্রশংসার জোয়ারে ভাসেন কিশোরী ফুটবলাররা। অসাধারণ সাফল্যের পর মেয়েদের লক্ষ্য এখন সিনিয়র সাফের ট্রফি জয়। র‌্যাঙ্কিংয়ে মেয়েদের সেঞ্চুরি, ডাবলের পথে পুরুষ দল ফিফা র‌্যাঙ্কিংয়ে ২০০ ছুঁই ছুঁই অবস্থান বাংলাদেশ পুরুষ ফুটবল দলের। ডিসেম্বরে ইতিহাসের সর্বনি¤œ অবস্থানে নেমে গেছে লাল-সবুজের দেশ। সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ আছে ১৯৭ নম্বরে। এক বছরের বেশি সময় ধরে কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় র‌্যাঙ্কিংয়ে ২০০ এর বাইরে চলে যাওয়ার শঙ্কা আরও বেড়েছে। পুরুষ দল যখন পতনের যাত্রী, বাংলাদেশের প্রমীলা ফুটবল দল এগিয়ে চলেছে ওপরের দিকে। ডিসেম্বরে র‌্যাঙ্কিংয়ের সেরা ১০০ তে উঠে এসেছে মেয়েরা। এটা দেশের ফুটবলের একটা বড় অর্জন। ফিফার নির্বাহী কমিটিতে বাংলাদেশের কিরণ আগের বার মাত্র এক ভোটের ব্যবধানে হেরে যান। তবে গেল বছরের মে মাসে আর হতাশ হতে হয়নি। বরং গতবার যার কাছে হেরেছিলেন সেই অস্ট্রেলিয়ান মোয়া ডডকে বড় ব্যবধানে হারিয়ে ফিফার নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশের মাহফুজা আক্তার কিরণ। বাহরাইনে অনুষ্ঠিত কংগ্রেসে এএফসির কোটায় মহিলা সদস্য নির্বাচিত হন কিরণ। বাফুফের এই সদস্য পান ২৭ ভোট। অস্ট্রেলিয়ার মোয়া ডড পান ১৭ ভোট। ‘হুজ হু’ সম্মাননা কাজী সালাউদ্দিনের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২০১৬ সাল থেকে বাংলাদেশে শুরু হয়েছে হুজ হু এ্যাওয়ার্ড। প্রথমবার ক্রীড়ায় এ পুরস্কার পেয়েছিলেন ক্রিকেটার আকরাম খান। ২০১৭ সালে ক্রীড়ায় এ এ্যাওয়ার্ড পেয়েছেন সাবেক কিংবদন্তি ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। ৩২ বছর পর বাংলাদেশে এশিয়া কাপ হকি অক্টোবর মাসে ৩২ বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ হকি। আট জাতির আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। আর রানার্সআপ হয় মালয়েশিয়া। ১৯৮৫ সালে এশিয়া কাপ হকি হয়েছিল ঢাকায়। তিন দশকেরও বেশি সময় পর আবারও ঢাকার বুকে হয় এশিয়ান হকির শ্রেষ্ঠত্বের আসর। বাংলাদেশে রোল বল বিশ্বকাপ বাংলাদেশে প্রথমবারের মতো রোল বল বিশ্বকাপ হয় ফেব্রুয়ারি মাসে। এই বিশ্বকাপে পুরুষ-মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় ভারত। বাংলাদেশ পুরুষ বিভাগে তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নেয় এবং সেমিফাইনালে খেলে। আর মহিলা দল দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে। হীরা মনির স্বর্ণ জয় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে স্বর্ণপদক উপহার দেন হিরা মনি। জানুয়ারিতে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নারী এককের গোল্ড মেডেল ম্যাচে আজারবাইজানের রামোজামোভারকে হারিয়ে অনন্য অর্জন করেন হীরা।
×