ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

সততার অনন্য দৃষ্টান্ত ॥ শেখ হাসিনা

প্রকাশিত: ০৭:২১, ১ জানুয়ারি ২০১৮

সততার অনন্য দৃষ্টান্ত ॥ শেখ হাসিনা

প্যারাডাইজ আর পানামা পেপার্সের ফাঁসকৃত তথ্য ঝড় বইয়ে দিয়েছে রাজনৈতিক বিশ্বে। উঠে এসেছে রাজনীতিবিদ, সরকার বা রাষ্ট্রপ্রধানদের দুর্নীতি সম্পৃক্ততার এক ভয়াবহ চিত্র। খসে পড়েছে সৎ বলে পরিচিত অনেকের ভাবমূর্তি। নাম এসেছে জাস্টিন ট্রুডো থেকে রানী এলিজাবেথের। ঠিক এমন পরিস্থিতিতে ‘দি পিপলস এন্ড পলিটিকস রিচার্স ইনস্টিটিউট’ জরীপ সংস্থাটি নামে সৎ রাজনৈতিক নেতৃত্বের খোঁজে। বিশ্বজুড়ে ১৭৩টি দেশে ৫টি প্রশ্নকে সামনে রেখে পরিচালিত তাদের অনুসন্ধানে প্রথম পাঁচজনের তালিকায় ঠাঁই করে নেন শেখ হাসিনা। তালিকায় তার অবস্থান তৃতীয়। তালিকার প্রথম স্থানটি জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলের, দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং-এর। পিপলস এন্ড পলিটিক্স জানায়, তাদের অনুসন্ধানে শেখ হাসিনার দেশের বাইরে কোন ব্যাংক একাউন্ট বা সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি খুঁজে পায়নি। তারা নিশ্চিত করে খোঁজ মেলেনি শেখ হাসিনার কোন গোপন সম্পদের । বাংলাদেশের ৭৮ শতাংশ মানুষ মনে করে তার সততা প্রশ্নের উর্ধে। ‘পিপলস এন্ড পলিটিকস’-এর এই জরিপে ১৭৩ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে মাত্র ১৭ জন ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে উতরে গেছেন। সেখানে ৮৭ নম্বর পেয়ে শেখ হাসিনার এই অবস্থান তৃতীয় বিশ্বের একজন রাষ্ট্রনায়ক হিসেবে নিঃসন্দেহে এক অনন্য অর্জন। ফোর্বস ম্যাগাজিনের ২০১৭তে ক্ষমতাবান নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান ৩০। আরেক বিবেচনায় ‘পাওয়ারফুল ওমেন ইন পলিটিকসে ২২ জনের মধ্যে শেখ হাসিনার অবস্থান নবম। খালিজ টাইমসের প্রাচ্যের তারকার পাশাপাশি ব্রিটিশ মিডিয়া তাকে দিয়েছে মাদার অব হিউম্যানিটি উপাধি।
×