ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এনামুল হক

আন্তর্জাতিক অঙ্গন

প্রকাশিত: ০৬:৫৪, ১ জানুয়ারি ২০১৮

আন্তর্জাতিক অঙ্গন

বিদায় নিল ২০১৭ সাল। ক্যালেন্ডারের পাতা খসে ইতিহাসের গর্ভে স্থান নিল আরেকটি বছর। ঘটনা-অঘটনায় ভরা ২০১৭ সালটিতে অন্যান্য বছরের মত যুদ্ধবিগ্রহ, সন্ত্রাসী হামলা, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি যে কম হয়েছে তা নয়। তারপরও আগের কয়েক বছরের তুলনায় কিছুটা প্রশান্ত ছিল বছরটি। ট্রাম্পের অভিষেক ও বিক্ষোভ ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। পরদিন ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী লাখ লাখ মহিলা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। যুক্তরাষ্ট্রে ৪২০টি মিছিল ও অন্যান্য দেশে ১৬৮টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফলে ২১ জানুয়ারি তারিখটি আমেরিকার ইতিহাসে একক দিনের বৃহত্তম বিক্ষোভ এবং সাম্প্রতিক ইতিহাসে বিশ্বব্যাপী বৃহত্তর বিক্ষোভের দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ব্রেক্সিট আলোচনার সূচনা ২৯ মার্চ ব্রিটেন লিসবন চুক্তির ৫০ নং অনুচ্ছেদের উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রশ্নে আলোচনা শুরু করে । সিরীয় ঘাঁটিতে মার্কিন ক্রুজ হামলা সিরিয়ার একটি বিদ্রোহী অধিকৃত শহরে সরকারী বাহিনী রাসায়নিক অস্ত্রের হামলা করেছে এই সন্দেহের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ৬ এপ্রিল সে দেশের একটি বিমান ঘাঁটিতে ৫৯টি টোমাহক শ্রেণীর ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাত হানে। ভূমধ্যসাগরে মোতায়েন একটি ডেস্ট্রকার থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। সাইবার হামলা ১২ মে সারা বিশ্বের কম্পিউটারগুলোতে বড় ধরনের সাইবার হামলা হয়। হ্যাকাররা মুক্তিপণের অর্থ আদায় না হওয়া পর্যন্ত কম্পিউটারগুলোর নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে দেয়। কমপক্ষে দেড়শটি দেশে বড় বড় ব্যবসায় কোম্পানি, সরকারী প্রতিষ্ঠান, হাসপাতাল প্রভৃতি এই হামলার শিকার হয়। এভাস্ট নামে একটি সাইবার সিকিউরিটি ফার্ম একই দিনে ৭৫ হাজারেরও বেশি হামলা চিহ্নিত করতে সক্ষম হয়। ইতিহাসে এত ব্যাপক ও ক্ষতিকর হামলা-এর আগে আর হয়নি। ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলা ২২ মে ইংল্যান্ডের ম্যানচেস্টারে এরিয়ানা গ্র্যান্ড কনসার্টে এক সন্ত্রাসী হামলায় হামলাকারীসহ ২৩ জন নিহত এবং শতাধিক আহত হয়। ম্যানচেস্টার এরিনায় মার্কিন গায়ক এরিয়ানা গ্র্যান্ডের সঙ্গীতানুষ্ঠান শেষে দর্শক-শ্রোতারা বেরিয়ে আসার সময় হামলাকারী ২২ বছরের সালমান আবেদী ঘরে তৈরি বোমাটির বিস্ফোরণ ঘটায়। এতে ব্যাপক আতঙ্কও সৃষ্টি হয়। জলবায়ু চুক্তি থেকে সরে গেল আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ জুন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। আর এই উদ্যোগ বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার উদ্যোগ যেমন দুর্বল করে দিয়েছে। তেমনি বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে। ইরানে দ্বৈত সন্ত্রাসী হামলা ৭ জুন ইরানের রাজধানী তেহরানে আইএসের যুগপৎ সন্ত্রাসী হামলা সংঘটিত হয়। দুটো হামলায় সব মিলিয়ে ১৭ জন সিভিলিয়ান নিহত ও ৪৩ জন আহত হয়। একটি হামলা হয় পার্লামেন্ট ভবনে, অন্যটি রুহোল্লা খোমেনি স্মৃতিসৌধে। তেহরানে এটাই আইএসের প্রথম হামলা। ঐতিহাসিক নূরী মসজিদ ধ্বংস ২১ জুন আইএস ইরাকের ঐতিহ্যম-িত ধর্মীয় ও সাংস্কৃতিক নিদর্শন মসুলের আল-নূরী মসজিদ বোমার বিস্ফোরণে ধ্বংস করে দেয়। ৮৩২ বছরের পুরাতন নূরী মসজিদ এবং এর আল হাবদা মিনারটি সকল ধর্মের মানুষের কাছে পরম দর্শনীয়। এবং স্থানীয় অধিবাসীদের কাছে অমূল্য ঈশ্বর্য হিসেবে পরিচিত ছিল। উল্লেখ্য, ২০১৪ সালে এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আইসিস নেতা আবুবকর বাগদাদী খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষা ৪ জুলাই উত্তর কোরিয়ার সাফল্যের সঙ্গে প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া। ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচী বন্ধ রাখতে উ. কোরিয়ার প্রতি চীন ও রাশিয়ার আহ্বান। মসুল আইসিস দখলমুক্ত জঙ্গীদের হটানোর জন্য নয় মাস ধরে তীব্র লড়াই চালানোর পর ইরাকের সরকারী বাহিনী অবশেষে ৯ জুলাই মসুল নগরীকে আইসিসের দখলমুক্ত ঘোষণা করে। ২০১৪ সালে এই ‘মসুল দখল করেই সেখানে খিলাফত প্রতিষ্ঠা করেছিল আইসিস।’ ইরাকের এই ঐতিহ্যম-িত নগরী দখল ও পুনর্দখলের লড়াইয়ে হাজার হাজার নর-নারী নিহত হয়, প্রায় ১০ লাখ অধিবাসী অন্যত্র পালিয়ে যায় এবং নগরীর এক বিরাট অংশ ধ্বংস্তূপে পরিণত হয়। উ. কোরিয়ার ওপর নয়া নিষেধাজ্ঞা ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমা পরীক্ষার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বারংবার লঙ্ঘন করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ৫ আগস্ট উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ যাবতকালের কঠোরতম শাস্তিমূলক বাণিজ্য ও বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করে। বিস্ময়কর মহাজাগতিক ঘটনা ১৭ আগস্ট এক দারুণ মহাজাগতিক ঘটনা ধরা পড়েছে মহাকাশ ও পৃথিবীভিত্তিক টেলিস্কোপগুলোতে। ঘটনাটি হচ্ছে নিকটবর্তী একটি নীহারিকায় দুটি নিউট্রন তারার সুর্পিল মরণনৃত্যের পর সংঘর্ষ ঘটেছে। সেই সংঘর্ষ থেকে উদ্ভূত মহাকর্ষীয় ও তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিলোনোভা নামে এক বিশাল তোলপাড় সৃষ্টি করে স্থান-কাল অতিক্রম করে পৃথিবীতে এসে পৌঁছেছে। অতি ঘনত্বসম্পন্ন নিউট্রন তারা দুটির প্রতিটিই একটি নগরীর চেয়ে ছোট অথচ সূর্যের চেয়ে ভারি। এরা পৃথিবী থেকে প্রায় ১৩ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত ছিল। আমেরিকাজুড়ে সূর্যগ্রহণ ২১ আগস্ট আরেক অসাধারণ ও বিস্ময়কর মহাজাগতিক ঘটনা ঘটে। সেটি হলো পূর্ণ সূর্যগ্রহণ। পূর্ণ সূর্যগ্রহণ নতুন কিছু নয়। তবে এবারের বিশেষত্ব হলো এই গ্রহণ প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে আটলান্টিকের উপকূল পর্যন্ত আমেরিকার একটানা এক বিস্তীর্ণ ভূখ-জুড়ে দৃশ্যমান হয়। রোহিঙ্গা নিধনযজ্ঞ শুরু প্রথমদিকে ছোটখাটো আকারে ঘটলেও ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে সামরিক বাহিনী সর্বাত্মক আকারে শুদ্ধি অভিযান শুরু করে। হাজার হাজার নর-নারী শিশুকে হত্যা করা হয়, মহিলাদের পাইকারীরভাবে ধর্ষণ করা হয়। লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের ভাষায় এটা হলো জাতিগত শুদ্ধি অভিযানের পাঠ্যপুস্তক দৃষ্টান্ত। হ্যারিকেন হার্ভের ছোবল ২৫ থেকে ৩০ আগস্ট হ্যারিকেন হার্ভের হিংস্র ছোবলে যুক্তরাষ্ট্রের হিউস্টন মেট্রোপলিটান এলাকায় প্রলয়ঙ্করী বিপর্যয় ঘটে। ধ্বংসলীলার জন্য মূলত দায়ী এই সামুদ্রিক ঝড়ের সঙ্গে সৃষ্ট রেকর্ড ভঙ্গকারী বন্যা। কমপক্ষে ৯০ জনের প্রাণহানি হয়। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২০ হাজার কোটি ডলার। হ্যারিকেন হার্ভে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ যাবত আর্থিক দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটানো প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। ৭৫৫ মার্কিন কূটনীতিক বহিষ্কার মার্কিন কংগ্রেস রাশিয়ার বিরুদ্ধে অবরোধ ব্যবস্থা সম্প্রসারণ করার পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া ৭৫৫ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত ঘোষণা করে ৩০ আগস্ট। এছাড়া দুটি মার্কিন স্থাপনাও আটকে রাখা হয়। ঘটনাটি দুদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। হ্যারিকেন ইবমা ৬ থেকে ১০ সেপ্টেম্বর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রে আঘাত হানে হ্যারিকেন ইবমা। ক্যারিবিয়ান অঞ্চল ও মেক্সিকো উপসাগারের বাইরে আটলান্টিক বেসিনে এটাই এ যাবতকালের রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন। ঝড়ে কমপক্ষে ১৩৪ জনের প্রাণহানি ঘটে এবং সহায় সম্পদের ক্ষতির পরিমাণ দাঁড়ায় কমপক্ষে ৭ হাজার কোটি ডলার। শনিতে পৌঁছানো ক্যাসিনি ২০ মহাকাশ যাত্রা শেষে অবশেষে ক্যাসিনি-হাইগেনস নভোযান পরিকল্পনা মাফিক গত ১৫ সেপ্টেম্বর শনির বুকে আছড়ে পড়ে। শনির বায়ুম-লে এই প্রথম কোন নভোযানের প্রবেশ। বলাইবাহুল্য সেখানে ঘণ্টায় ৭০ হাজার কিলোমিটার গতিতে প্রবেশের পর ক্যাসিনি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে বায়ুম-লে প্রবেশের আগে ক্যাসিনির কাছ থেকে শেষ সিগন্যাল পাওয়া গিয়েছিল। ক্যাসিনি হচ্ছে নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা (এসা) ও ইতালীয় মহাকাশ সংস্থার (এএসআই) যৌথ সহযোগিতার ফসল যার লক্ষ্য ছিল শনিগ্রহ-এর বলয় ও চাঁদগুলো যত বিশদভাবে পারা যায় পর্যবেক্ষণ করা। ৪শ’ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই নভোযান তার ল্যান্ডারসহ উৎক্ষেপণ করা হয় ১৯৯৭ সালের ১৫ অক্টোবর। ২০ বছরের মিশনের মধ্যে ক্যাসিনির ১৩ বছর ৭৬ দিনই কেটেছে শনির জগতে। হ্যারিকেন মারিয়া হ্যারিকেন ইবমা ক্যারিবিয়ান অঞ্চলে আঘাত হানার দু’সপ্তাহ যেতে না যেতেই সামুদ্রিক ঝড় মারিয়া ১৯-২০ সেপ্টেম্বর একই অঞ্চলে রুদ্ররূপ নিয়ে হাজির হয়। ডোমিনিকার এটি ৫ম ক্যাটাগরির এবং পুয়েটো রিকোয় ৪র্থ ক্যাটাগরির হ্যারিকেনের তা-ব সৃষ্টি করে। নিহত হয় ৯৪ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০৩০০ কোটি ডলারেরও বেশি। কুর্দীস্তানে গণভোট ২৫ সেপ্টেম্বর ইরাকী কুর্দীস্তান এক গণভোটের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হওয়ার পক্ষে রায় দেয়। বলাবাহুল্য ইরাক সরকারকে অগ্রাহ্য করে এই গণভোট হয়। এ নিয়ে উদ্ভূত সঙ্কট ২৫ অক্টোবরের মধ্যে সশস্ত্র সংঘর্ষের রূপ ধারণ করে। তবে তা বেশিদিন স্থায়ী হয়নি। লাস ভেগাসে নারকীয়তা ১ অক্টোবর রাতে এক পৈশাচিক নারকীয়তা ঘটে লাস ভেগাসে। সেখানকার মান্দালে হোটেলের ৩৩ ডলার একটি কক্ষ থেকে স্টিফেন প্যাডক নামের ৬৪ বছর বয়স্ক এক ব্যক্তি নিচের এক বুলেভার্ডে সঙ্গীত উৎসবে উপস্থিত প্রায় ২২ হাজার দর্শক শ্রোতার উপর একটানা দশ মিনিট ধরে স্বয়ংক্রিয় বাইকেলের ১১শ রাউন্ড গুলি চালায়। এতে ৫৮ জন নর-নারী নিহত ও ৫৪৬ জন আহত হয়। হত্যাকারী এরপর আত্মহত্যা করে। হত্যাকা-ের মোটিভ জানা যায়নি। যুক্তরাষ্ট্রে একক কোন ব্যক্তির এভাবে গণহারে গুলি করে হত্যা এ যাবতকালের এটাই ভয়াবহতম ঘটনা। মোগাদিসুতে আরেক পৈশাচিকতা ১৪ অক্টোবর সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক হোটেলের বাইরে ট্রাক বোমার এক বিশাল বিস্ফোরণে ৫১২ ব্যক্তি নিহত ও ৩১৬ জন আহত হয়। ট্রাকে বেশ কয়েকশ কিলোগ্রামের মিলিটারি গ্রেডের ও ঘুরে তৈরি বিস্ফোরক ছিল। বহু বছরের মধ্যে এত ভয়াবহ সন্ত্রাসী হামলা বিশ্বের আর কোথাও ঘটেনি। ইসলামী জঙ্গী সংগঠন আল শাবাব এই হামলার জন্য দায়ী। কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা বছরের আরেক উল্লেখযোগ্য খবর হলো ১ অক্টোবর স্পেনের স্বায়ত্তশাসিত কাতালোনিয়া প্রদেশ এক গণভোটের রায়ে স্বাধীনতা ঘোষণা করে। পরে ২৭ অক্টোবর কাতালান প্রাদেশিক আইনসভায় সেই ঘোষণা অনুমোদিত হয়। স্পেন সরকার এই ঘোষণার প্রেক্ষাপটে কাতালোনিয়া প্রদেশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। স্থানীয় নেতাদের বরখাস্ত ও ধরপাকড় করে। স্বাধীনতা উদ্যোগে নেতা পুজেমন বাইরে পালিয়ে যান। কাতালোনিয়া সরকারের বিশেষ ক্ষমতা হরণ করা হয়। স্পেন সরকার বলে যে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা সংবিধান পরিপন্থী তবে সেখানে ডিসেম্বরের নির্বাচন হবে বলে তিনি জানান। বলাবাহুল্য কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে বিপক্ষে দ’ুধরনেরই জনমত আছে। প্যারাডাইস পেপার্সে কেলেঙ্কারি ফাঁস ৬ নবেম্বর প্যারাডাইস পেপার্সে বিশ্বের ক্ষমতাবান ও অতি ধনাঢ্য ব্যক্তিদের অফশোর কর স্বর্গগুলোতে গোপন বিনিয়োগ ও আর্থিক লেনদেনের চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করা হয়েছে। এদের মধ্যে ব্রিটেনের রানী থেকে শুরু করে মার্কিন বাণিজ্যমন্ত্রীর নামও আছে। প্যারাডাইস পেপার্সের ফাঁস করা নথিপত্রের সংখ্যা ১ কোটি ৩৪ লাখ। সুপারের পতন ৩৭ বছর ক্ষমতায় থাকার পর জিম্বাবুইয়ের লৌহমানব প্রেসিডেন্ট রবার্ট মুগবের পতন ঘটে গত ১৫ নবেম্বর। ওই দিন সামরিক বাহিনী ক্ষমতা দখল করে দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর ৬ দিন পর তিনি পদত্যাগ করেন। ৪৫ কোটি ডলারে ভিঞ্চির চিত্রকর্ম লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম সালভৌর মুন্ডি গত ১৫ নবেম্বর নিউইয়র্কে ক্রিস্টির নিলামে ৪৫ কোটি ডলারে বিক্রি হয়। এত দামে কারোর চিত্রকর্ম বিক্রির এটাই নতুন রেকর্ড। বহির্জগতের গ্রহানু ২০ নবেম্বর ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয় যে ওউজুয়াজুয়া নামে অতি তীব্র গতিসম্পন্ন এক গ্রহানু সম্প্রতি সৌরজগতের বাইরে থেকে এসে সৌরজগতে ক’দিন বিচরণ করে আবার বেরিয়েও চলে গেছে। বাইরের জগত থেকে সৌরজগতে আসা কোন বস্তুর কথা এই প্রথম জানা গেল। মিসরে সন্ত্রাসী হামলায় নিহত ৩১১ ২৪ নবেম্বর আইএস জঙ্গীরা সিনাই উপদ্বীপের একটি সুফি মসজিদের ভিতর জুমার জামাতে বোমা ফাটায় এবং বৃষ্টির মতো গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে কমপক্ষে ৩১১ জন নিহত ও ১৩০ জন আহত হয়। আধুনিক মিসরের ইতিহাসে এটাই ভয়াবহতম সন্ত্রাসী হামলা। জেরুজালেমে মার্কিন দূতাবাস হবে ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছে এবং ঘোষণা দিয়েছে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হবে। ইরাক সম্পূর্ণ আইসিস মুক্ত একই দিনে ইরাকের সামরিক বাহিনী ঘোষণা করেছে যে তারা আইসিস গ্যাংগুলোর হাত থেকে ইরাকের সমস্ত ভূখ- পরিপূর্ণভাবে মুক্ত করেছে এবং ইরাক-সিরিয়া সীমান্তে পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্প্রতিষ্ঠা করেছে। নেপালে বাম জোটের বিজয় নেপালের দ্বিপর্যায়ের পার্লামেন্ট নির্বাচনের শেষ পর্বটি অনুষ্ঠিত হয় ৭ ডিসেম্বর। এতে দুই কমিউনিস্ট পার্টি জোট তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হওয়ায় মধ্য বাম নেতা কে.পি ওলি নয়া প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। নির্বাচনের এই ফল ভারতের জন্য বিপর্যয়কর। চীনের এতে স্বস্তিবোধ করার কারণ আছে। ট্রাম্পের সিদ্ধান্ত জাতিসংঘে প্রত্যাখ্যাত জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের একতরফা স্বীকৃতি ২১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। এই সংক্রান্ত এক প্রস্তাবে ১২৮টি দেশ পক্ষে এবং মাত্র ৯টি দেশ বিপক্ষে ভোট দেয়। এটাকে যুক্তরাষ্ট্রের জন্য একটা চপেটাঘাত বলে গণ্য করেছে সবাই। কাবুলে আইএস হামলা ২৫ ডিসেম্বর কাবুলে জাতীয় গোয়েন্দা সংস্থার দফতরের কাছে আইএসএর এক আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
×