ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদা ছাড়া কোন নির্বাচন নয় ॥ দুলু

প্রকাশিত: ০১:০১, ৩১ ডিসেম্বর ২০১৭

খালেদা  ছাড়া কোন নির্বাচন নয় ॥ দুলু

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমী উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেনছেন, আন্দোলন ও নির্বাচনের জন্যে প্রস্তুত থাকতে হবে। বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। অবৈধ সরকার মিথ্যা ও হয়রানী মূলক মামলা দিয়ে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। বাংলার ১৬ কোটি মানুষ তা মেনে নিবে না। বিএনপি গনতান্ত্রিক দল, গণতন্ত্র পুনরুদ্ধারে জনগনকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবে। রবিবার দুপুরে পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কর্মী সভায় এই বক্তব্য দেন। জেলা বিএনপির সভাপতি কেএস মাহমুদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাবিবুর রহমান তোতার পরিচালনায় কর্মী সভায় আরও বক্তব্য দেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডাঃ জাহিদ হাসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য একেএম সেলিম রেজা হাবিব, আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ হাসান জাফির তুহিন, কেন্দ্রীয় তাতি দলের সভাপতি হাজী ইউনুস আলী, জেলা বিএনপির সহ সভাপতি এড: মাসুদ খন্দকার, যুগ্ম সম্পাদক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, ড্যাব পাবনা শাখার সাধারণ সম্পাদক আহমেদ মোস্তফা নোমান প্রমুখ। কর্মীসভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগের ভরাডুবি হবে। বিএনপি দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে। এ কারনে বর্তমান অগনতান্ত্রিক সরকার সুষ্ঠু নির্বাচন দেখে ভয় পায়। তাই তারা আবারো ২০১৪ সালের ৫ জানুয়ারীর মতো ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। তিনি বলেন, আওয়ামীলীগের এই স্বপ্ন বাংলার জনগন কখনো সফল হতে দেবে না। সহায়ক সরকারের অধীন ছাড়া কোন নির্বাচন এদেশের মাটিতে হতে দেওয়া হবে না। অচীরেই আন্দোলন সংগ্রামের ডাক আসবে বলে তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
×