ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে মামলা দিয়ে তিনটি পরিবারকে হয়রানি

প্রকাশিত: ২১:৪৫, ৩১ ডিসেম্বর ২০১৭

বরিশালে মামলা দিয়ে তিনটি পরিবারকে হয়রানি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পৈত্রিক সূত্রে পাওয়া সহয় সম্পত্তি জবর দখল করে নিতে প্রতিপক্ষের প্রভাবশালীরা মামলা দিয়ে তিনটি পরিবারকে হয়রানী করে আসছে। মামলার পর এবার ওই প্রভাবশালীদের হামলার অব্যাহত হুমকির মুখে পৈত্রিক জমিতে যেতে পারছেন না নগরীর কাউনিয়া এলাকার অসহায় তিনটি পরিবার। ভূক্তভোগী হাফিজা বেগম জানান, কাউনিয়া মৌজার জেএল-৪৭ ও ১৩২ খতিয়ানের সোয়া ৭৮ শতক জমির বৈধ ওয়ারিশ তিনিসহ তার দুই ভাই। তাদের পৈত্রিক সূত্রে পাওয়া সহয় সম্পত্তির ওপর দীর্ঘদিন থেকে লোলুপ দৃষ্টি পরে স্থানীয় কতিপয় প্রভাবশালীর। অতিসম্প্রতি ওই জমিতে তারা (ওয়ারিশ) সীমানা পিলারসহ স্থাপনা নির্মাণ করতে গেলে একই এলাকার সামছু হাওলাদারের পুত্র প্রভাবশালী সুমন হাওলাদার, মজিবর রহমানের স্ত্রী ময়না বেগমসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা বাঁধার সৃষ্টি করে। তিনি আরও জানান, তাদের সহয় সম্পত্তি দখল করার জন্য প্রভাবশালীরা বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করে আসছে। মামলার পর এবার ওই প্রভাবশালীদের হামলার অব্যাহত হুমকির মুখে তারা তাদের পৈত্রিক জমিতে যেতে পারছেন না। সঠিক তদন্তের মাধ্যমে পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
×