ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপির সরকার গঠন করবে ॥ ফখরুল

প্রকাশিত: ০২:১৭, ৩০ ডিসেম্বর ২০১৭

সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপির সরকার গঠন করবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হলে খালেদা জিয়া যাবেন কিন্তু আওয়ামী লীগ যাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ২০১৮ সাল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপির সরকার গঠন করবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠছি অনেক কারণে। আমরা বলতে চাই, ২০১৮ সাল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার , ২০১৮ সাল বিএনপির , ২০১৮ সাল তারেক রহমানের , ২০১৮ সাল এদেশের গণমানুষের সাল এবং যারা লড়াই করে, যুদ্ধে করে এদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে তাদের সাল। আমরা আছি, লড়াই করেছি, লড়াই করে যাচ্ছি, লড়াই করব এবং ২০১৮ সালে আমরা অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠা করব। মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনেই। এ নির্বাচনে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বেই অংশ নেবে। তবে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সে নির্বাচনে থাকবে না। কারণ ওনারা সুষ্ঠু নির্বাচনকে ভয় পান। তিনি বলেন, কথা খুব স্পষ্ট নির্বাচন তো দিতেই হবে। আর সেই নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ সরকারের নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন। সর্বত্র দুর্নীতি চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন পত্রিকায় লেখা হচ্ছে, ব্যাংকিং ব্যবস্থা একেবারে মাটিতে শুয়ে পড়েছে। হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে। সব দিক দিয়ে, সব স্তরে ও সব সেক্টরে দেশকে ফোকলা করে ফেলেছে। যে কলসের মধ্যে পানি নাই সে কলস শব্দ করে বেশি। বর্তমান সরকারেও একই অবস্থা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে টেনে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের বেতন বৈষম্য রয়েছে। এ বৈষম্য দূর করতে হবে।
×