ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয়ের মাসে ঢাকা মৌলিকের দুই নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৪:০৮, ৩০ ডিসেম্বর ২০১৭

বিজয়ের মাসে ঢাকা মৌলিকের দুই নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার অন্যতম নন্দিত নাট্য সংগঠন ঢাকা মৌলিক নাট্যদল নিয়মিতভাবে নাট্যচর্চা করে আসছে। ঢাকার বিভিন্ন মঞ্চে দলের বিভিন্ন প্রযোজনা মঞ্চায়ন করে থাকে দলটি। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাসে দুই নাটকের দুটি মঞ্চায়ন করলো দলটি। এর মধ্যে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দলের নতুন প্রযোজনা ‘সুবচন নির্বাসনে’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। এছাড়া এ মাসের ২১ তারিখে টঙ্গীতে অনুষ্ঠিত বিজয় মেলায় দলের পথনাট্য প্রযোজনা ‘পাথর’ নাটকের নবম মঞ্চায়ন হয়। আব্দুল্লাহ আল মামুন রচিত ‘সুবচন নির্বাসনে’ এবং ক্যারেন চ্যাপেলের মূল গল্প অবলম্বনে নির্মিত ‘পাথর’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন তৌফিক হাসান ময়না। দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন মৌলিক নাট্যদলের দল প্রধান সাজু আহমেদ। ‘সুবচন নির্বাসনে’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নিলয় রহমান, অহি চৌধুরী, তুষার খান, সাজু আহমেদ, শাওন আহমেদ, পাপড়ি রহমান পিয়া, কানিজ ফাতেমা, অলিউল্লাহ অলি, জিল্লুর রহমান জুয়েল। নাটকের কোরিওগ্রাফি নিলয় রহমান, সঙ্গীত হাসান সিদ্দিকী, পোশাক পরিকল্পনায় কানিজ ফাতেমা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মৌলিক নাট্যদলের প্রধান উপদেষ্টা সোহেল আহমেদ খান। এদিকে টঙ্গীতে মঞ্চস্থ হওয়া দলের ‘পাথর’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নিলয় রহমান, সাজু আহমেদ, শাওন আহমেদ, রিয়াজ আহমেদ ও শাহীদুল ইসলাম মিলন। নাটক মঞ্চায়ন শেষে শিল্পীদের শুভেচ্ছা স্মারক উপহার দেন টঙ্গী সম্মিলিত সাংস্কৃতি জোটের সদস্য নাট্যভূমির অন্যতম পরিচালক শাহজাহান শোভন ও মনিরুল ইসলাম রাজীব।
×