ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত ॥ এক অংশের দলীয় কার্যালয় ভাংচুর

প্রকাশিত: ০৩:০৮, ২৯ ডিসেম্বর ২০১৭

টাঙ্গাইলে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত ॥ এক অংশের দলীয় কার্যালয় ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে বিএনপির কর্মী সভায় দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, বিএনপিকে তৃনমুল থেকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করে তুলতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামনে আন্দোলন ও নির্বাচনের জন্যে প্রস্ততিও নিতে হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়ার চেষ্টা করা হলে দেশে আগুন জ¦লে উঠবে বলেও হুশিয়ারী দেন তিনি। শুক্রবার সকালে পৌর এলাকা সন্তোষ কাগমারীর বালুচরা এলাকায় জেলা বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে সমাবেশ চলাকালে বিএনপির একটি অংশ শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় ভাংচুর করে। বিএনপির এ অংশটি গত কয়েক মাস ধরে জেলা বিএনপির কমিটি বাতিল চেয়ে নানা কর্মসুচি চালিয়ে আসছে। নবগঠিত জেলা বিএনপির কমিটিতে অনেককেই যোগ্যতার অনুসারে মুল্যায়ন হয়নি এবং ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেয়া হয়নি বলে তাদের অভিযোগ।
×