ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উত্তেজনা এড়াতে ভারতকে সেনাবাহিনী নিয়ন্ত্রণের রাখার হুঁশিয়ারি চীনের

প্রকাশিত: ১৯:৩৪, ২৯ ডিসেম্বর ২০১৭

উত্তেজনা এড়াতে ভারতকে সেনাবাহিনী নিয়ন্ত্রণের রাখার হুঁশিয়ারি চীনের

অনলাইন ডেস্ক ॥ উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। আর তারই জের ধরে সীমান্তে শান্তিবস্থা ধরে রাখার জন্য সেনাকে নিয়ন্ত্রণে রাখতে ভারতকে ফের সতর্ক বার্তা দিল চীন। দেশটির প্রতিরক্ষা মুখপাত্র কর্ণেল রেন গুওচিয়াং জানান, ২০১৭ সালে সবথেকে উল্লেখযোগ্য ইস্যু হল ডোকালাম। ডোংলাং এলাকায় চীনা সেনা তার ভূমিকা পালন করেছে পাশাপাশি দক্ষিণ চীন সাগরে নিজেদের অধিকার রক্ষা করতেও সফল তারা, জানান গুওচিয়াং। ভারত-চীনের মধ্যে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল-এর দৈর্ঘ্য ৩,৪৮৮ কিলোমিটার, যা জম্মু-কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। তবে দুই দেশের সামরিক সম্পর্কের উন্নতির কথাও একইসঙ্গে বলেন কর্ণেল রেন গুওচিয়াং। উল্লেখ্য, চলতি বছরের ১৬ জুন ডোকালাম সমস্যার বড় আকার ধারণ করে। People’s Liberation Army (PLA) বিতর্কিত ওই এলাকায় সড়ক তৈরি শুরু করলে কয়েক মাস ধরে এই ইস্যুতে মুখোমুখি অবস্থানে চলে আসে ভারত-চীন। গত ২৮ অাগস্ট উভয়পক্ষের বোঝাপড়ায় সমস্যার সমাধান হয় বলে জানা যায়। চীন সড়ক নির্মাণ বন্ধ করে এবং ভারত তার মোতায়েন করা সেনাও তুলে নেয় ওই এলাকা থেকে।
×