ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে বাসে তল্লাশী চালিয়ে বিএনপি নেতাদের ওপর হামলা

প্রকাশিত: ০১:১৫, ২৮ ডিসেম্বর ২০১৭

বরিশালে বাসে তল্লাশী চালিয়ে বিএনপি নেতাদের ওপর হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলা সদরের দলীয় কর্মসূচীতে আসার পথে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে বিএনপির চার নেতাকে মারধর করে আহত করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। গুরুতর আহত তিনজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড ও আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান জানান, বৃহস্পতিবার সকালে বরিশাল উত্তর জেলা বিএনপির আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে কর্মী সভা ছিলো। ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন। কর্মী সভায় যোগদানের জন্য গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহে আলম ফকির তার সহদর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনিস ফকির ও রাজিহার ইউনিয়ন যুবদলের সহসম্পাদক দেলোয়ার হোসেন নেতাকর্মীদের নিয়ে সকাল সাতটায় বাসযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় বাসষ্ট্যান্ডে পূর্ব থেকে ওৎপেতে থাকা সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাতুল শরীফের নেতৃত্বে ক্ষমতাসীন দলের ১০/১২জন নেতাকর্মীরা বাসের মধ্যথেকে বিএনপি নেতা শাহে আলম ফকির, তার সহদর যুবদল নেতা আনিস ফকির ও দেলোয়ার হোসেনকে টেনে হেঁচরে নামিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। ওইসময় বাসে থাকা অন্যান্য নেতাকর্মীরা হামলার ভয়ে বাস থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়। একই সময় আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে বাস থামিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে চাঁদশী ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন চোকদারকে নামিয়ে মারধর করে আহত করে। গৌরনদী পৌর বিএনপির সভাপতি এসএম মনির-উজ জামান মনির জানান, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা গৌরনদী বাসষ্ট্যান্ড, কসবা ও আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে বৃহস্পতিবার ভোর থেকে চেক পোস্ট বসিয়ে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে বিএনপির নেতাকর্মীদের বরিশালের কর্মীসভায় আসতে বাঁধা প্রদান করে। তিনি আরও জানান, হামলায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শাহে আলম ফকির, যুবদল নেতা আনিস ফকির ও দেলোয়ার হোসেনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×