ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে দুই মেম্বার সমর্থদের ধাওয়া-পাল্টা ধাওয়া ॥ আহত-১৫

প্রকাশিত: ০১:০১, ২৮ ডিসেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে দুই মেম্বার সমর্থদের ধাওয়া-পাল্টা ধাওয়া ॥ আহত-১৫

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়। এ সময় ১০ টি বসত ঘর ভাংচুরের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পশ্চিম চর আলেকজান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বাহিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী নুর সোলায়মান (ফুটবল) ও অপর মেম্বার প্রার্থী ফিরোজ কবির বাবুল হাওলাদরের সমর্থদের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। এর মধ্যে গুরুতর আহতবস্থায় জাহের মাঝি ও উজ্জল নামের দু’জনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোট কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী নুর সোলায়মান (ফুটবল) ও ফিরোজ কবির বাবুল হাওলাদরের সমর্থদের কথা কাটাকাটি ও বাকবিতন্ডা বাধে। পরে কেন্দ্রে বাহিরে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এর জের ধরে ফিরোজ কবির বাবুল হাওলাদরের সমর্থক জাহের মাঝির বাড়ীতে হামলা ও ভাংচুর চালায় সোলায়মানের সমর্থকরা। এ সময় তাদের লাঠিশোঠা ও ধারালো অস্ত্রের আঘাতে ১৫ নারী পুরুষ আহত হয়। এ ছাড়াও দুপুর পর্যন্ত জাল ভোট দেয়ার অভিযোগে তিনজন নারীসহ নয়জনকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী।
×