ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয় দিবসের মঞ্চে হাতাহাতি ॥ কর্ণফুলীর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীরকে বরখাস্ত

প্রকাশিত: ০০:৫৯, ২৮ ডিসেম্বর ২০১৭

বিজয় দিবসের মঞ্চে হাতাহাতি ॥ কর্ণফুলীর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীরকে বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের মঞ্চে হাতাহাতির ঘটনায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. সৈয়দা নওশীন পর্নিণী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তাছাড়া চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে কেনো পদ হতে অপসারণ করা হবে না তার জবাব পত্র আগামী ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরনের নির্দেশ দিয়েছেন। ইউএনও অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের উদ্যোগে প্রথমবারের মত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিকলবাহা এজে চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে কুজকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি অনুষ্ঠানের দাওয়াত পত্র চেয়ারম্যান, রাজনীতিকবিদ ও মুক্তিযোদ্ধাদের কাছে পাঠানো হয়। শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দাওয়াত না পাওয়ার ইস্যুতে বিজয় দিবসের দিন মিছিল সহকারে এসে বিজয় মঞ্চে হাতাহাতি করে। ওইদিন এক পর্যায়ে অনুষ্ঠান বন্ধ হয়ে পড়ে। পরে জাহাঙ্গীর চেয়ারম্যান চলে গেলে পুলিশের সহযোগিতায় পুনরায় অনুষ্ঠান চালু হয়। এ ঘটনায় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী দীপু চাকমা বাদী হয়ে পটিয়া থানায় হামলাকারী চেয়ারম্যান জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গত বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান ঘটনা তদন্ত করতে এলে তার সত্যতা পান। অপর দিকে, প্রতারনা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরপত্তা ইউংয়ের এডিসি পরিচয়ে জনৈক ব্যক্তি ফোন করে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জিকে গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করান। প্রতারনার মাধ্যমে ফোন করে বদলী করার বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তারা জানতে পেরে পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশক্রমে পুনরায় গত মঙ্গলবার আদেশ প্রত্যারহার করে ইউএনযওকে স্বপদে বহাল রাখেন। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিজয় দিবসের মঞ্চে এসে হাতাহাতি করার প্রমান পাওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অপর দিকে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (৫) মোতাবেক কেন অপসারণ করা হবে না তার জবাবও চেয়েছেন। এ ব্যাপারে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অতর্কিতভাবে এসে হামলা করেছে শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করার পর উল্টো তাঁকে (ইউএনও) ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করান। পরে এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে প্রতারনার তথ্য মিলেছে। জনৈক এক ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা ইউংয়ের এডিসি পরিচয় দিয়ে তাঁকে (ইউএনও) কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ থেকে ওএসডি করিয়েছেন। প্রতারনার বিষয়টি ধরা পড়েছে। তাছাড়া বিজয় দিবসের মঞ্চে হামলায় জড়িত শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে যে বরখাস্ত করা হয়েছে তার ফ্যাক্স ফ্যাক্সবার্তা তিনি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
×