ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের পিকনিক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ১৫ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ০০:৩৬, ২৮ ডিসেম্বর ২০১৭

শিক্ষার্থীদের পিকনিক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ১৫ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর ফুলবাড়ী উপজেলা শহরে ট্রাকের সাথে শিক্ষার্থীদের পিকনিক বাসের মুখোমুখি সংঘর্ষে বৃহস্পতিবার সকালে ১৫ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সকালে দিনাজপুরের বীরগ্ঞ্জ উপজেলার মুরারীপুর প্রত্যাশা প্রাইভেট সেন্টারের শিক্ষার্থীরা পিকনিক করার জন্য বাসযোগে নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে রওনা দেয়। বাসটি দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদীর ব্রিজের সামনে পৌছলে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকনিকের বাসটি দুমরে মুচরে রাস্তার পাশে উল্টে যায়। বাসের যাত্রী ১৫ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত ৫ জন শিউলী আক্তার (১৭), কেয়া আক্তার (১৩), হাসিনা খাতুন (১৫), আফরোজা আক্তার (১৪) ও সাথী আক্তার (১৫)কে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত ১০ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক রাস্তায় থাকায় যানবাহন চলাচল প্রায় ঘন্টাব্যাপী বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে বাস ও ট্রাকটি সরিয়ে নেয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বাসের যাত্রী শিক্ষার্থী নুর আলম ও আব্দুর রাজ্জাকের সাথে কথা বলে জানা যায়, কোন কিছু বুঝে ওঠার আগেই দাঁড়িয়ে থাকা ট্রাককে দ্রুত গতিতে এসে পিকনিকের ওই বাসটি ধাক্কা দেয়। এতে বিকট শব্দে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের ছেলেমেয়েদের আর্তনাদে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বীরগঞ্জ উপজেলার মুরারীপুর প্রত্যাশা প্রাইভেট সেন্টারের সত্বাধিকারী মো. সোলায়মান জানান, প্রাইভেট সেন্টার থেকে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে একাদশ শ্রেণির ৬০জন শিক্ষার্থীকে নিয়ে বীরগঞ্জ মুরারীপুর থেকে (ঢাকা মেট্রো-চ-৭৩৩৫) নম্বরের বাসটি বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী উদ্দেশ্য রওনা দেয়। পথে ফুলবাড়ীর ছোট যমুনা নদীর ব্রীজের পশ্চিম পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা মাল বোঝাাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকের সামনের বাম পাশের ব্যাপক অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের বিভিন্ন শ্রেণির অন্তত ১৫জন শিক্ষার্থী আগত হয়। গুরুতর আহত ৫ জন শিক্ষার্থীকে বৃহস্পতিবার বিকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্থানান্তরিত করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধারসহ বাস ও ট্রাক রাস্তা থেকে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। এ পর্যন্ত কোন পক্ষ থেকেই থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।
×