ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বসত বাড়ির আগুনে মারা গেলো স্কুল ছাত্র গুরুতর আহত বাবা ভাই

প্রকাশিত: ০০:৩৪, ২৮ ডিসেম্বর ২০১৭

টঙ্গীতে বসত বাড়ির আগুনে মারা গেলো স্কুল ছাত্র গুরুতর আহত বাবা ভাই

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গীর এরশাদনগর ২নং ব্লকের একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত এবং তার বাবা এবং তার অপর এক ভাই অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম রানা মিয়া (১৩)। সে স্থানীয় তরুণ সংঘ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। অপর দগ্ধরা হচ্ছে-বাবা মনির মিয়া (৪০) ও ভাই রাজিব মিয়া (১৬)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। টঙ্গী ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানান, গ্যাসের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের ঘটনায় ২টি বসত ঘর এবং ৫টি দোকান ভর্ষিভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫লাখ টাকা। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, এরশাদনগরের ২নং ব্লকের মনির মিয়ার বসত বাড়িতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২টি ঘর, ৫টি দোকানসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে এ অগ্নিকান্ডের ঘটনায় এক শিশু নিহত হওয়ায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল। অপরদিকে এ অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. আজমত উল্লা খান। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং আহত ও নিহতের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে সমবেদনা জানান।
×