ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়বেন নাভালনি

প্রকাশিত: ১৯:০৯, ২৫ ডিসেম্বর ২০১৭

নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়বেন নাভালনি

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়বেন এলেক্সি নাভালনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চ্যালেঞ্জ জানাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনে তাকে বিরোধী দলীয় একমাত্র নেতা হিসেবে দেখা হচ্ছে। ২০১৮ সালের মার্চ মাসে দেশটির এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবরে বলা হয়, ৪১ বছর বয়সী এ চৌকস নেতা রাশিয়ার আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তার আগ্রহের কথা প্রকাশ করলেও একটি ফৌজদারি অপরাধের কারণে সরকারি কর্মকর্তারা তাকে অযোগ্য বিবেচনা করতে পারে। আর এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই করা হয়েছে। এ মাসের গোড়ার দিকে পুতিন চতুর্থ মেয়াদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। আর এ নির্বাচনে বিজয়ী হলে ২০২৪ সাল পর্যন্ত তিনি দেশ চালানোর সুযোগ পাবেন। এ সবের মধ্য দিয়ে পুতিন একনায়ক জোসেফ স্ট্যালিনের পর দীর্ঘ সময় দায়িত্ব পালন করা রাশিয়ার নেতা হবেন।
×