ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘কুইক-রিঅ্যাকশন’ মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত

প্রকাশিত: ১৮:২৪, ২৫ ডিসেম্বর ২০১৭

‘কুইক-রিঅ্যাকশন’ মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারত

অনলাইন ডেস্ক ॥ আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর সেই জের ধরে শত্রুদেশ হামলা চালালে যাতে দ্রুত জবাব দেওয়া যায়, তার জন্য ‘কুইক রিঅ্যাকশন মিসাইল’ পরীক্ষা করল ভারত। সম্প্রতি ওড়িশার উপকূল থেকে এই মিসাইল ছোঁড়া হয়। এটি ভারতে তৈরি মিসাইল। ডিআরডিও-র তৈরি কিউআরএসএএম মিসাইলটি রাডারে ধরা পড়বে না বলেও জানা গেছে। মাঝ আকাশে যেকোনো টার্গেটে আঘাত করতে পারবে এটি। ট্যাংক, বাংকারেও আঘাত করতে পারবে। রোটেবল ট্রাকের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় এই শর্ট রেঞ্জ মিসাইল। নতুন এই মিসাইল এই নিয়ে তৃতীয়বার পরীক্ষা করা হল। এর কোনো নামকরণ এখনও করা হয়নি, তবে তিনবারই পরীক্ষায় সফল হয়েছে এই মিসাইল। এ ব্যাপারে এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, মিসাইলের সব যন্ত্রই ঠিকভাবে কাজ করছে। যদিও মিসাইলটিতে কোনো টার্গেট স্থির করা হয়নি, তবে এটি নির্দিষ্ট করা রেঞ্জ কভার করছে বলে জানিয়েছেন তিনি। এই প্রথম সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের একটি মিসাইল সম্পূর্ণভাবে দেশে তৈরি করা সম্ভব হল। এটি মিডিয়াম রেঞ্জ ‘আকাশ’ মিসাইলের জায়গায় কাজ করতে পারে। এই মিসাইল ২৫ কিলোমিটারের মধ্যে থাকা একাধিক টার্গেট ধ্বংস করতে সক্ষম। তবে ভারত মাল্টি-রোল মিসাইল তৈরি করতে বেশি উৎসাহী, যাতে ১০০ শতাংশ ধ্বংসের প্রবণতা থাকবে।
×