ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে জেএমবি’র দাওয়াতী শাখার শূরার দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:২১, ২৪ ডিসেম্বর ২০১৭

রাজধানীতে জেএমবি’র দাওয়াতী শাখার শূরার দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার খিলগাঁও ও মুগদা থেকে জেএমবি’র দাওয়াতী বিষয়ক শূরার দুই সদস্য সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- ঢাকা মহানগরীর পূর্বাঞ্চলের দাওয়াতী আমীর শায়েখ আরিফ হোসেন (৪১) ও আরেক শূরার সদস্য রমিজউদ্দিন ভূঁইয়া ওরফে বাবু (৩৪)। গ্রেফতারকৃত শায়েখ আরিফের কাছ থেকে জঙ্গীবাদী বই ও নোটশীট উদ্ধার করা হয়। শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। রবিবার বেলা ২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১ এর ব্যাটেলিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব- ১১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল কামরুল হাসান এই তথ্য জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মশিউর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন। র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান জানান, গ্রেফতারকৃত রমিজ উদ্দিন ভূঁইয়া ওরফে বাবু রূপগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে (নং ২৭, তাং ১১/০৬/২০১৭) দায়ের করা একটি মামলার এজাহার নামীয় পলাতক আসামী। গ্রেফতারকৃত দুই জনেই উচ্চ শিক্ষক (এম এ পাশ)। তারা স্কুলে শিক্ষক হিসেবে চাকুরী করে আসছে। পাশাপাশি তারা জেএমবিতে জড়িয়ে পড়ে। গ্রেফতারকৃত শায়েখ আরিফ হোসেন ২০১২ সালে তার নিকট আত্মীয়ের মাধ্যমে মোহাম্মদপুরের বছিলায় জসিমউদ্দিন রাহমানির মসজিদে যাতায়াত শুরু করে। পরে সে জসিমউদ্দিন রাহমানির অনুসারী হিসেবে আত্মপ্রকাশ করে। শায়েখ আরিফ হোসেন ঢাকার নন্দীপাড়ার কোরআন সুন্নাহ একাডেমী মসজিদের ইমাম ও খতিব হিসেবে আর্বিভুত হয়। সে ২০১৫ সালে জেএমবি’র তৎকালীন শীর্ষ পর্যায়ের নেতা তারিকুল ইসলাম ওরফে তারেক ওরফে সাকিবের মাধ্যমে জেএমবিতে যোগদান করে। পরে জেএমবি’র তৎকালিন আমীর তার একজন মূখপাত্রের মাধ্যমে শায়েখ আরিফের সঙ্গে নিয়মিত যোগাযোগ করত। শায়েখ আরিফ সংগঠনের ধর্মীয় শুরু হিসেবে কাজ করার পাশাপাশি পুরোপুরিভাবে ঢাকা মহানগর পূর্ব অঞ্চলের দাওয়াতী আমীর হিসেবে কাজ করত। সে দাওয়াতী কাজের জন্য ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও রাজশাহী, বগুড়া, লালমনিরহাট, জামালপুর, চাঁদপুর ও বাগেরহাটসহ দেশের বিভন্ন জেলা ভ্রমণ করে সংগঠনের সদস্য বাড়াতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও জানান, রমিজউদ্দিন ভূঁইয়া ২০০৯ সালে তার নিকট আত্মীয় লিটন ও মুনতাসিরের হাত ধরে জেএমবিতে যোগদান করে এবং দাওয়াতী কাজ শুরু করে। সে গিয়াসউদ্দিন, লিটন, সেলিম ও আবুল কাশেমসহ ২০/২৫ জনের একটি দল মুনতাসিরকে স্থানীয় আমীর হিসেবে বায়াত দিয়ে জেএমবিতে যোগদান করান। রমিজউদ্দিন ভূইয়া শায়েখ আরিফ হোসেনের আস্থাভাজন ব্যক্তি হিসেবে শায়েখ আরিফের অনুপুস্থিতিতে একাধিকবার কোরআন সুন্নাহ একাডেমীর মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াধীন রয়েছে।
×