ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কালিহাতীতে বাস-সিএনজি সংঘর্ষে দুই নারী নিহত ॥ আহত তিনজন

প্রকাশিত: ০২:১৪, ২২ ডিসেম্বর ২০১৭

কালিহাতীতে বাস-সিএনজি সংঘর্ষে দুই নারী নিহত ॥ আহত তিনজন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল-ভূঞাপুর আঞ্চলিক সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া মোড়ে বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সোহেল রানার স্ত্রী রনি বেগম (২৬) এবং মৃত তোরাপ আলীর স্ত্রী তারা বানু (৫৫)। আহতরা হলেন- সোহেল রানা, অন্তর ও আবুল কাশেম। হতাহতদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে বড় বিন্যাফৈর গ্রামে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিহাতী থানার ওসি মোশারফ হোসেন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে সিএনজি চালিত অটোরিক্সাযোগে ভূঞাপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। কালিহাতী উপজেলার যদুরপাড়া মোড়ে সিএনজি পৌছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী ২ নারী মারা যান। গুরুতর আহত অবস্থায় সিএনজির চালকসহ ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যান চলাচল স্বাভাবিক করে। কিন্তু ঘাতক বাসের কাউকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন জানান, এই সড়কের যদুরপাড়া মোড়ে প্রতিনিয়তই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। এলাকাবাসী এই মোড়টির নাম দিয়েছেন ‘প্রাণনাশী মোড়’। মোড়টি মেরামত করে সরল করার জন্যে অনেকবার দাবি করেও কোন লাভ হয়নি।
×