ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচন যতই শান্তিপূর্ণ হোক কমিশনের উপর আস্থা নেই ॥ ফখরুল

প্রকাশিত: ০০:২৩, ২২ ডিসেম্বর ২০১৭

নির্বাচন যতই শান্তিপূর্ণ হোক কমিশনের উপর আস্থা নেই ॥ ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জাতীয়পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ নিয়ম ভঙ্গ করে রসিকের নির্বাচনে প্রচারণা চালিয়েছেন ফলে নির্বাচনে তাঁর প্রভাব পড়েছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব মিলিয়ে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে তবে বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা আনার মত এখনো তেমন কিছু হয়েছে বলে বিএনপি মনে করে না। শুক্রবার দুপুরে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে তাঁর নিজ বাস ভবনে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় মির্জা ফখরুল আরো বলেন, নির্বাচন কমিশনের গঠন প্রনালীই হচ্ছে ভুল। দেশের বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে, যাদের প্রতি সকলের আস্থা আছে তাদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছিলাম। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংগঠন, কাউকে তুষ্ট করার তার প্রয়োজন নেই। কারণ তারা যখন যে দলের সাথে কথা বলেছেন, তখন তাকেই সন্তুষ্ট করেছেন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নাই বলে মন্তব্য করেন তিনি। জোট সম্পর্কে মির্জা আলমগীর বলেন, জোটের উদ্যোগ আমরা সবসময় নিচ্ছি। আমরা সকলকে জোট করার আহ্বান জানাচ্ছি এবং নতুন একটি জোট তৈরি হয়েছে। জামায়াতের সাথে আমাদের জোট ভেঙ্গে যায়নি। নির্বাচনের জন্য নয় আন্দোলনের জন্য জামায়াতের সাথে আমাদের জোট ভাঙ্গে নাই। রসিক নির্বাচন সম্পর্কে মহাসচিব বলেন, সেখানে নির্বাচনের তেমন কোন উত্তেজনা ছিলনা, এছাড়া রংপুরে বিএনপি’র যে রাজনৈতিক অবস্থান সেতুলনায় যে পরিমাণ ভোট পেয়েছি তা কোন তুলনায় কম নয়। তবে আরেকটু সচেতন হলে আমরা আরও ভালো করতে পারতাম। এছাড়া অনেক দলের মতই যোগ্য প্রার্থী মনোনয়নে আমারেও কিছুটা ভুল ছিল। নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড না হলে আবারো সেই ২০১৪ -এরমত জোর করে নির্বাচন হবে। জোর করে নির্বাচন চাপিয়ে দিলে জনগণ সে নির্বাচন মেনে নিবে না এবং রাজনৈতিক সংকট নিরসন হবে না। মতবিনিময়কালে বিএনপি’র রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×