ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমতলীতে জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০০:০৯, ২২ ডিসেম্বর ২০১৭

আমতলীতে জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার আমতলী উপজেলার উত্তর ঘোপখালী গ্রামে শুক্রবার সকালে জমির ধান কাটাকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের পটুয়াখালী জেনারেল ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর ঘোপখালী গ্রামের জব্বার হাওলাদার তার পৈত্রিক জমিতে ধান কাটছিল। এ সময় ছত্তার শরীফ তার নিজের ক্রয় করা জমি দাবী করে ধান কাটতে জব্বার হাওলাদারকে বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত জব্বার হাওলাদার, আয়শা বেগম, খাদিজা বেগম, সামসুন্নাহার, জহিরুল হাওলাদার, আবু ছালেহ, ছত্তার শরীফ, জাকির শরীফ ও জেসমিনকে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং মজিবর শরীফ, মনির শরীফ,শহীদুল শরীফ ও রুশিয়াকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত জব্বার হাওলাদার জানান, আমার পৈত্রিক জমিতে ধান কাটতে গেলে ছত্তার শরীফ এতে বাঁধা দেয়। ছত্তার শরীফের লোকজন আমাকে, আমার দুই মেয়ে, স্ত্রী, ভাই ও ভাইয়ের ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করেছে। আহত ছত্তার শরীফ জানান, আমি জব্বার হাওলাদারের ফুফুতো ভাই রশিদের কাছ থেকে ৫০ শতাংশ জমি ক্রয় করেছি। ওই জমি জব্বার দখল দেয়নি। ওই জমির ধান কাটতে গেল আমি বাঁধা দেই। এ সময় আমাকে ও আমার চার ছেলেকে কুপিয়ে আহত করেছে। আমতলী থানায় ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×