ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে ৩ বাড়িতে ডাকাতি ॥ আহত ৩

প্রকাশিত: ২৩:৫৫, ২২ ডিসেম্বর ২০১৭

আড়াইহাজারে ৩ বাড়িতে ডাকাতি ॥ আহত ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে এক রাতে পৃথক তিন বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া উত্তর পাড়া, কুঠিবাড়ী এবং দাসিরদিয়া গ্রামে এ ডাকতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবারি গভীর রাতে জাঙ্গালিয়া উত্তর পাড়া এলাকায় ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়ীতে ১৫/২০ জনের একদল ডাকাত আগে থেকে বাইরে ওঁৎ পেতে থাকে। ওই সময় বাজার থেকে বাড়ীতে প্রবেশ করা মাত্র ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের দরজা খুলতে বাধ্য করে এবং ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়। এর পর ডাকাত দল হানা দেয় কুঠিবাড়ী গ্রামের ইউনুছ আলীর বাড়ীতে। ওই বাড়ীতে কেঁচি গেইটের তালা কেটে এবং দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ২ লাখ টাকা, ৬ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। ওই সময় বাড়ীর লোকজন ডাকাতির কাজে বাধা দিলে গৃহকর্তা ইউনুছ (৬৫), তার স্ত্রী আকলিমা বেগম (৫০) ও পুত্রবধু আইরিন (২৫) কে ডাকাত দল পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পর রাত অনুমান ৩টার দিকে দাসিরদিয়া গ্রামের এসহাক মিয়ার বাড়ীতে ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৪টি মোবাইল সেট, ১ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা লুটে নেয়। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, জাঙ্গালিয়া উত্তরপাড়া এলাকায় এক বাড়ির লোকজন দরজা খুলে বাইরে গেলে কিছু লোকজন ঘরে ঢুকে ১০-১২ হাজার টাকা নিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ মামলা দিতে থানায় আসেনি।
×