ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতকে হারানোর অনুভূতি মনিকা ও কোচ ছোটনের

প্রকাশিত: ০৫:৩৫, ২২ ডিসেম্বর ২০১৭

ভারতকে হারানোর অনুভূতি মনিকা ও কোচ ছোটনের

স্পোর্টস রিপোর্টার ॥ ‘নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। খেলতে খেলতে বুঝতে পারিনি আমিই ম্যাচের সেরা খেলোয়াড় হয়ে যাব’। ভারতকে হারানোর অন্যতম নায়িকা মনিকা চাকমার সহজ-সরল অভিব্যক্তি। বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও অনেক কথা বলে সবাইকে নির্মল আনন্দ দিয়েছে খাগড়াছড়ির মেয়ে মনিকা। সাফ অ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে এ নিয়ে দু’বার ম্যাচসেরা হলো মেসি-রোনাল্ডো-মার্সেলোর ভক্ত মনিকা। প্রথমবার হয় নেপালকে ৬-০ গোলে হারানোর ম্যাচে। দ্বিতীয়বার ভারতকে ৩-০ গোলে হারানোর ম্যাচে। দুটো ম্যাচেই একটি করে গোল করে এই সুদর্শনা এ্যাটাকিং মিডফিল্ডার। আন্তর্জাতিক ফুটবলে এ নিয়ে মোট ৬টি গোল হলো ক্লাস টেনে পড়া মনিকার। অ-১৪ দলের হয়ে তাজিকিস্তানে তিনটি, অ-১৬ দলের হয়ে থাইল্যান্ডে ১টি এবং এবার ২টি। কিভাবে এত সুন্দর ড্রিবলিং করে মনিকা? ‘কোচ ছোটন স্যার তো শেখানই। এছাড়া ইউটিউবে অনেক খেলা দেখি। সেভাবেই ভাল খেলা খেলার চেষ্টা করি এবং দর্শকদের আনন্দ দিতে চেষ্টা করি।’ আরেকটি প্রশ্নের উত্তরে মনিকা বলে, ‘আমি আমার স্বাভাবিক খেলা খেলি আর খেলতে খেলতে আমি বুঝতে পারি না সামনে কে আছে বা কতটা ভাল খেলছি।’ গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে গিয়ে এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপে যেভাবে চমৎকার খেলেছিল মনিকা এবারের সাফ অ-১৫ আসরের ফাইনালেও সে রকম খেলার চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দেয় সে। বয়সভিত্তিক ফুটবলে এর আগে যে দু’বার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ, সেই দুই ম্যাচেই খেলেছিল মনিকা। তার মতে, ‘গত বছরের চেয়ে এবার তাদের হারানোটা ছিল অনেক কঠিন। কাজেই এটাই তাদের বিরুদ্ধে আমাদের সেরা জয়। ২৪ ডিসেম্বর ফাইনালে সেই ভারতই আবার প্রতিপক্ষ। ফাইনালে ফেভারিট কারা? ‘অবশ্যই আমরা। আমরা চেষ্টা করব ভাল খেলার। সামনে এগিয়ে যেতে চাই।’ মনিকার দৃঢ়প্রত্যয়। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘সত্যিকথা বলতে কি, আমাদের টিমের চিন্তাধারা ছিল আমরা আমাদের খেলায় থাকব। আমরা অলআউট ফুটবল খেলব এবং জয়ের জন্য নামব। সবগুলো কাজই মেয়েরা করছে। এজন্য মেয়েদের অসংখ্য ধন্যবাদ। দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলে ভারত সেরা দল। তবে তাদের চেয়ে আজকের আমাদের মেয়েরা বেশি ভাল খেলেছে। মূলত আমাদের মেয়েদের যে ফিটনেস আছে, এর কাছেই মূলত তারা হেরে গেছে।’ ভারত আগের ম্যাচে ১০ গোল করেছে নেপালের বিরুদ্ধে। তখন অনেকেই প্রশ্ন করেছিল ভয় পাওয়ার কিছু ছিল নাকি। ছোটন বলেন, ‘আমি বলেছিলাম যে ভয় পাওয়ার কিছু নেই। নিজেদের খেলাটাই খেলতে হবে। মেয়েরা সেটাই করেছে। মেয়েরা ভালভাবে খেলে জয়লাভ করেছে।’ প্রচুর গোলমিস করেও ভারতকে ৩-০ গোলে হারানো প্রসঙ্গে ছোটনের ভাষ্য, ‘এই ফলে আমি সন্তুষ্ট। আর মিস হতেই পারে। অনেক বড় বড় খেলোয়াড়ই মিস করে। আনুচিং অনেকগুলো মিস করেছে। এটা স্বাভাবিক।’
×