ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর প্রাইয়েনিয়ার মেডিক্যালের হোস্টেলে বিদেশি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

প্রকাশিত: ০১:১১, ১৯ ডিসেম্বর ২০১৭

রাজধানীর প্রাইয়েনিয়ার মেডিক্যালের হোস্টেলে বিদেশি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাটারায় প্রাইয়োনিয়ার ডেন্টাল মেডিক্যাল কলেজের হোস্টেলে বিনিশা শাহ নামে এক বিদেশি শিক্ষার্থীর ঝুলন্ত উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট তার ঘর থেকে আলামত সংগ্রহ করে ময়নাতদন্ত জন্য বিকেল ৫টার দিকে তার লাশের ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ভাটারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুপুর পৌনে ২টার দিকে ওই মেডিক্যাল কলেজ থেকে ওই শিক্ষার্থীও আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুপুরের যে কোন সময় ওই নেপালি শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, মঙ্গলবার তার ট্রার্ম-২ পরীক্ষা ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে শিক্ষকরা তাকে ধরে ফেলে। কিন্তু পরীক্ষা দিতে বারণ করেনি। বিনিশা নিজেই হল থেকে বেরিয়ে যান। হতাশা থেকেই সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা আত্মহত্যার সম্ভাব্য কারণ খতিয়ে দেখছি। ক্রাইম সিন ইউনিট তার ঘর থেকে আলামত সংগ্রহ করেছে। পুলিশ জানায়, বিনিশা শাহ পাইওনিয়ার ডেন্টাল কলেজের ২২তম ব্যাচের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার তার টার্ম-২ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার আধাঘণ্টা আগেই খাতা জমা দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যায় নেপালি শিক্ষার্থী বিনিশা। হোস্টেল কক্ষে গিয়ে আত্মহত্যা করেন। বিনিশা শাহ’র সহপাঠীরা কাছে জানান, শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষের অতিরিক্ত চাপেই বিনিশা শাহ আত্মহত্যা করেছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েক শিক্ষার্থী জানান, কলেজ কর্তৃপক্ষ টার্ম-২ পরীক্ষার আগে প্রবেশপত্র আটকে রেখে দুই লাখ টাকা করে দাবি করে। পরে যার কাছে যেমন পেরেছে টাকার বিনিময়ে প্রবেশপত্র দেয়া হয়েছে। এছাড়া কলেজ কর্তৃপক্ষ ইচ্ছে করেই টার্ম-২ পরীক্ষা কঠিন করে। ফেল করায়। পরে ৫০ থেকে ৭০ হাজার টাকার বিনিময়ে কৃতকার্য করানো হয়। আজও (মঙ্গলবার) টার্ম-২ পরীক্ষা কঠিন করা হয়। আধাঘণ্টা আগেই বিনিশা শাহ পরীক্ষা কেন্দ্র ত্যাগ করতে চাইলে শিক্ষকরা বকাবকি করেন। সহপাঠীদের অভিযোগ, বিনিশা শাহ হয়তো সে ভয়েই আত্মহত্যা করতে পারেন।
×