ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাভারে জাগরণী থিয়েটারের বিজয় নাট্যোৎসব

প্রকাশিত: ০৬:৫৭, ১৯ ডিসেম্বর ২০১৭

সাভারে জাগরণী থিয়েটারের বিজয় নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ জাগরণী থিয়েটারের আয়োজনে সাভার এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিজয় নাট্যোৎসব-১৭’। উৎসবে স্বাগতিক নাট্যদল জাগরণী থিয়েটারসহ ৫টি নাট্যদল তাদের জনপ্রিয় নাটক মঞ্চস্থ করবে। স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমানের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। আগামী ২১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় এ উৎসবের উদ্বোধন করবেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট নাট্যজন মঞ্চসারথী আতাউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফকরুল আলম সমর, সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান, বাংলাদেশ পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জাগরণী থিয়েটারের সভাপতি আজমল আমীন। এবারের উৎসবে গুণীজন সংবর্ধনা দেয়া হবে ড. ইনামুল হক, আমিরুল হক চৌধুরী, লাকী ইনাম, গাজী রাকায়েত, আমিনুর রহমান মুকুল, অনন্ত হীরা, এস এ হক অলিক, আহসান হাবিব নাসিম, নুনা আফরোজ ও অনিকেত পালকে। উৎসবের উদ্বোধনী দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনা ‘রাজার চিঠি’। মাহফুজা হিলালী রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। উৎসবের দ্বিতীয় দিন ২২ ডিসেম্বর নাগরিক নাট্যাঙ্গনের ‘৭১ ও একজন নাট্যকার’ নাটক মঞ্চায়িত হবে। ড. ইনামুল হকের ‘নাট্য চতুস্কের ভিন্নমাত্রা’ অবলম্বনে নাটকটি রচনা করেছেন হৃদি হক, নির্দেশনা লাকী ইনাম। ২৩ ডিসেম্বর মঞ্চস্থ হবে সুবচন নাট্যসংসদের ‘প্রণয় যমুনা’। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন আসাদুল ইসলাম, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবতী। ২৪ ডিসেম্বর মঞ্চস্থ হবে পালাকারের নাটক ‘বাংলার মাটি বাংলার জল’। সৈয়দ শামসুল হক রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন মঞ্চসারথি আতাউর রহমান। উৎসবের শেষ দিন ২৫ ডিসেম্বর প্রাঙ্গণেমোরের ‘আওরঙ্গজেব’ নাটকটি মঞ্চস্থ হবে। মোহিত চট্টোপাধ্যায় রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
×