ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের জয়

প্রকাশিত: ০৬:০০, ১৯ ডিসেম্বর ২০১৭

ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। রেড ডেভিলসদের ঘাম ঝরাতে হলেও দ্য রেডসরা পেয়েছে সহজ জয়। রবিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ওয়েস্টব্রুমইউচকে ২-১ গোলে হারিয়েছে অতিথি ম্যানইউ। অপর ম্যাচে বোর্নমাউথকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। বর্তমানে ১৮ ম্যাচে নয় জয় ও সাত ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ। এখন পর্যন্ত অপরাজিত ম্যানচেস্টার সিটি ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩৮। পঞ্চম স্থানে নেমে যাওয়া আর্সেনালের পয়েন্ট ৩৩। ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে আছে বার্নলি। ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার। ওয়েস্টব্রুমউইচের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকে ম্যানইউ। ম্যাচের ২৭ মিনিটে প্রথম সুযোগ পেয়েই দলকে এগিয়ে দেন রোমেলু লুকাকু। বাঁ প্রান্ত থেকে মার্কাশ রাশফোর্ডের বাড়ানো ক্রসে কোনাকুনি হেডে গোলটি করেন বেলজিয়ামের ফরোয়ার্ড। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জেসে লিনগার্ড। ডি বক্সের বাইরে থেকে ইংলিশ মিডফিল্ডারের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে সামান্য দিক পাল্টে জালে জড়ায়। বিরতির পর ম্যাচের ৭৭ মিনিটে ব্যবধান কমান ইংলিশ মিডফিল্ডার গ্যারেথ ব্যারি। বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন রেড ডেভিলস কোচ জোশে মরিনহো। টানা দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে লিভারপুল। গত সপ্তাহে এভারটন ও ওয়েস্টব্রুমউইচ এ্যালবিওনের সঙ্গে ঘরের মাঠে ড্র করেছিল জার্গেন ক্লপের দল। অবশেষে ড্র’র বৃত্ত ভেঙ্গে জয়ে ফিরেছেন কুটিনহো, ফিরমিনোরা। ম্যাচের প্রথমার্ধেই তিনবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অতিথিরা। দারুণ এক গোলে শুরুটা করেন কুটিনহো। বল পায়ে বাঁ দিক দিয়ে ডি বক্সে ঢুকে একজনকে কাটিয়ে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ছয় মিনিট পর কুটিনহোর কর্নারে বাইলাইন থেকে ফিরমিনোর বাড়ানো বল হেডে জালে পাঠান ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেইয়ান লোভরেন। কয়েকটি সুযোগ নষ্ট করা মোহাম্মদ সালাহ ৪৪ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন। ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন মিসরের এই ফরোয়ার্ড। চলমান ইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ গোল করেছেন সালাহ। জুনে রোমা থেকে আসা মিসরের এই ফরোয়ার্ডের লিভারপুলের জার্সিতে মোট গোল হলো ২০। ম্যাচের ৬৬ মিনিটে স্বদেশী কুটিনহোর দারুণ ক্রসে হেডে লিভারপুলের চার নম্বর গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করে লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলেন, এই জয় জরুরী ছিল। দুই ম্যাচে আমরা পয়েন্ট হারিয়েছি। তবে এতে তৃপ্ত হওয়ার কিছু নেই। সামনের ম্যাচগুলোও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
×