ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুয়ারেজ, পাউলিনহোর জোড়ায় বার্সিলোনার বড় জয়

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ ডিসেম্বর ২০১৭

সুয়ারেজ, পাউলিনহোর জোড়ায় বার্সিলোনার বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে বার্সিলোনা। স্প্যানিশ লা লিগায় কাতালানরা আরও একটি বড় জয় পেয়েছে। রবিবার রাতে ঘরের মাঠে ডিপোর্টিভো লা করুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সাবেক চ্যাম্পিয়ন বার্সিলোনা। বিজয়ী দলের হয়ে দুটি করে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনহো ও উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। দিন কয়েক পরেই সান্টিয়াগো বার্নাব্যুতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। এই ম্যাচের আগে বড় জয় দিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে বার্সা। কেননা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থেকে মাঠে নামবেন মেসি, সুয়ারেজরা। বড় এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে বার্সা। ১৬ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কাতালানরা। দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে জমা হয়েছে ৩৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে লিওনেল মেসি পেনাল্টির সুযোগ নষ্ট না করলে কিংবা তার শট তিনবার পোস্টে না লাগলে বার্সিলোনার গোলসংখ্যা হয়ত আরও বাড়তে পারত। তাছাড়া ম্যাচে গোল পেলে কীর্তিটা আরও বড় হতো আর্জেন্টাইন অধিনায়কের। কেননা ম্যাচ শুরুর আগে তিনি ২০১৬-১৭ মৌসুম লীগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন স্যু প্রদর্শন করেন দর্শকদের উদ্দেশে। গোল করতে পারলে তাই উৎসবটা আরও রঙিন হতো সাবেক ফিফা সেরা তারকার। আগস্টে স্প্যানিশ সুপার কাপে সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মাঠে হারের পর এ পর্যন্ত সব মিলিয়ে ২৪ ম্যাচে অপরাজিত আছে বার্সা। পেশির ইনজুরির কারণে স্ট্রাইকার পাকো আলকাসার তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন। এই দুশ্চিন্তা ছাড়া আপাতত কাতালানদের কোন সমস্যা নেই। গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়া মেসি এবারও চতুর্থবারের মতো গোল্ডেন বুট এ্যাওয়ার্ডের জন্য লীগে ১৪ গোল করে তালিকার শীর্ষে আছেন। সব মিলিয়ে এ সংখ্যা ১৮। এবারের মৌসুমে আরেক দিক থেকে এগিয়ে আছেন এই আর্জেন্টাইন। এ পর্যন্ত পোস্টে বল হিট করেছেন ১৪ বার। এই ম্যাচেও তার তিনটি শট পোস্টে লেগেছে। তবে বার্সার চারটি গোলের মধ্যে তিনটিতেই অবদার রাখেন। ২৯ মিনিটে মেসির পাসে সুয়ারেজ স্বাগতিকদের এগিয়ে দেয়ার আগে মেসি ও এ্যালেক্স ভিদালকে হতাশ করেন অতিথি গোলরক্ষক রুবেন মার্টিনেজ। এরপর মেসির শট পোস্টে লেগে ফিরে আসে। তবে বিরতির ঠিক আগে ৪১ মিনিটে মেসির আরেক শট পোস্টে লেগে ফেরত আসলে এবার আর শেষ রক্ষা হয়নি। ফিরতি বলে পাউলিনহোর জোরালো শট ব্যবধান দ্বিগুণ করে। কিছুক্ষণ পর সুয়ারেজের একটি শট স্পষ্টভাবে গোললাইন ক্রস করলেও তা বাতিল হওয়ায় হতাশ হতে হয় স্বাগতিকদের। এই নিয়ে মৌসুমে দ্বিতীয়বারের মতো গোল লাইন প্রযুক্তির অভাবে বার্সিলোনাকে গোল বঞ্চিত থাকতে হয়। এ বিষয়ে সুয়ারেজ বলেন, আমি আমার পজিশন থেকে স্পষ্টভাবেই গোলটি দেখেছি। কারণ আমি গোল লাইনের ডানে ছিলাম। যদিও দ্বিতীয়ার্ধের মাত্র দুই মিনিটের মধ্যে উরুগুয়ের এই তারকা গোল উপহার দেন। সার্জিও রবার্টোর ক্রস থেকে গত তিন ম্যাচে তিনি চতুর্থ গোল করেন। মেসির শট পোস্টে লাগার পর ৭০ মিনিটে স্পট কিক থেকে মার্টিনেজ দুর্দান্ত ভঙ্গিতে আবারও হতাশ করেন আর্জেন্টাইন তারকাকে। তবে ৭৫ মিনিটে জর্ডি এ্যালবার শট ফেরত আসলে আবারও পাউলিনহো প্রথম গোলের মতই দ্বিতীয় গোল করেন। ম্যাচ শেষে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, আমি জানি সমর্থকরা সবসময়ই বার্সা ও রিয়ালের মধ্যে পার্থক্যটা সামনে নিয়ে আসে। কিন্তু এটাও চিন্তা করতে হবে এ্যাটলেটিকো মাত্র ৬ পয়েন্ট পেছনে। এখনও লা লিগায় অনেক পথ বাকি আছে।
×