ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচে উঠলেন রোহিত শর্মা

প্রকাশিত: ০৫:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৭

পাঁচে উঠলেন রোহিত শর্মা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে ক্রিকেটে রেকর্ড তিনবার ডাবল সেঞ্চুরি হাঁকানো ভারতের রোহিত শর্মা আইসিসি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ডাবল সেঞ্চুরিসহ ২১৭ রান করেন তিনি। ফলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ উন্নতি হয় লঙ্কানদের বিপক্ষে ভারতের অধিনায়কত্ব করা রোহিতের। ধর্মশালায় ২ রানে ফিরলেও, মোহালি ওয়ানডেতে অপরাজিত ২০৮ রান করেন রোহিত। ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার ডাবল সেঞ্চুরির স্বাদ নেন তিনি। এর মধ্যে দুটিই শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৩ সালে ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে ২০৯ রানে আউট হয়েছিলে। এরপর ২০১৪ সালের নবেম্বরে কলকাতায় এই লঙ্কানদের বিপক্ষেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পান রোহিত। ওই ডাবল সেঞ্চুরির ইনিংসে ২৬৪ রান করেন তিনি। এটিই এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। রোহিতের ওপেনিং সঙ্গী শিখর ধাওয়ানেরও র‌্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে। ১টি সেঞ্চুরিতে ১৬৮ রান করেন ধাওয়ান। তাই এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন সিরিজ সেরা ধাওয়ান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে ভারত। এতে র‌্যাঙ্কিংয়ের কোন উন্নতি হয়নি টিম ইন্ডিয়ার। ১১৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে তারা। শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারত ভারত। সিরিজ হারলেও, সপ্তম স্থানেই রয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের চেয়ে ৮ রেটিং এগিয়ে থেকে সপ্তম স্থানে বাংলাদেশ। ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের রেটিং ৯৯।
×