ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধলেশ্বরীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত: ০৩:৪৫, ১৮ ডিসেম্বর ২০১৭

ধলেশ্বরীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পয়েছে সহস্রারাধিক যাত্রীর প্রান। সোমবার মুন্সীগঞ্জ পুলিশ লাইনের কাছে ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ-২ এসআই জমশেদ আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী আবে জমজম ও বরিশাল থেকে ঢাকাগামী আরিফ মোহাম্মদ-১ লঞ্চ দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাইন বরাবর ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে সহস্রাধিক যাত্রীর প্রান। এতে আরিফ মোহাম্মদ লঞ্চটির ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর পর আবে জম জম লঞ্চটি বরিশালের দিকে চলে যায়। তবে আরিফ মোহাম্মদ লঞ্চটিকে পুলিশ আটক করে। কিন্তু উভয় লঞ্চের মালিক পক্ষের সাথে ফোনে ফোনে তারা নিজেরা সমাধানের করে নিবেন বলে জানালে আরিফ মোহাম্মদ লঞ্চটি ছেড়ে দেয়া হয়। এতে লঞ্চের ক্ষতি হলেও কোন যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।
×