ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত নাহিদা বাঁচতে চায়

প্রকাশিত: ০৩:৪৩, ১৮ ডিসেম্বর ২০১৭

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত নাহিদা বাঁচতে চায়

স্টাফ রির্পোটার ॥ গৃহবধু নাহিদা আক্তারের জীবন বাঁচাতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিন। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লার বাসিন্দা শহীদুল্লাহর স্ত্রী নাহিদা। তিনি জানান, আমার স্ত্রী নাহিদা আক্তারের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলাম। সেখানে ডাক্তার নুর ইসলাম এর সহযোগিতায় পরীক্ষা নিরীক্ষা শেষে তাঁরদেহে মরণব্যাধী ক্যান্সার রোগ ধরা পড়ে। (সি.এ ক্লোন) এর কারণে দ্রুত পাল্টে যেতে থাকে তাঁর শারিরীক গঠন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রিলায়েন্স রেনাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ডাক্তার মো: শহিদ সহ চার জন ডাক্তারের সহযোগিতায় আমার স্ত্রীর অস্ত্রপচার করেন। তারপরও আমার স্ত্রী সুস্থ্য হয়নি। সেখানকার চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন তাকে বিদেশে চিকিৎসা করানো জন্য। কিন্তু দু:খ্যজনক বিষয় ইতোমধ্যে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে পরিবারের শেষ সম্বলটুকুও শেষ করে দিয়েছি। এখন স্ত্রীর চিকিৎসা সেবা করানো মত কোন টাকা-পয়সা নেই। স্ত্রীর চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন যা সংগ্রহ করা আমার সম্ভব হচ্ছে না। তাই সকলের সহযোগিতা প্রয়োজন। সমাজের বিত্তবান ও হৃদয়বানদের সহযোগিতায় আমার স্ত্রী সুস্থ্য জীবনে ফিরে আসতে পারবে। তাই স্ত্রীর জীবন বাঁচাতে সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে রোগীর নিজ বিকাশ ও মোবাইল নাম্বার-০১৭৭৪৯৭৯১৪০ যোগাযোগ করতে পারেন অথবা ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ঠাকুরগাঁও শাখা হিসাব নং- মোঃ শহীদুল্লাহ, সঞ্চয়ী হিসাব নং-০০০৭৪৩৪০১৩৭৩৭-তে সাহায্য পাঠাতে পারেন।
×