ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিডিয়ার সাথে কথা বলা শিখে নেই, তারপর কথা বলবো

প্রকাশিত: ০৩:৪২, ১৮ ডিসেম্বর ২০১৭

মিডিয়ার সাথে কথা বলা শিখে নেই, তারপর কথা বলবো

অনলাইন রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিষোদগার করে বিরাগভাজন হয়েছিলেন ক্রিকেট কর্মকর্তাদের। যার জের ধরে কয়েকদিন আগে টেস্ট অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। এবার মুশফিকের আচরণ জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। সোমবার মিরপুরে একটি রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে মুশফিক ছিলেন অতিথি। উদ্বোধনের পর প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্ষোভের সঙ্গে সাংবাদিকদের বলেছেন, ‘আমি মিডিয়ার সঙ্গে কথা বলা শেখার কোর্স করছি। শিখে নেই, তারপর কথা বলবো!’ টেস্ট অধিনায়কত্ব হারানোর পর সংবাদ মাধ্যমকে কিছুটা এড়িয়ে চলছেন মুশফিক। তাই তার প্রতিক্রিয়া জানার জন্য ওই রেস্তোরাঁয় ভীড় করেছিলেন সাংবাদিকরা। কিন্তু বাংলাদেশের বেশ কিছু স্মরণীয় জয়ের নায়কের কথা শুনে তারাও হতবাক! দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাংলাদেশ দল দেশে ফেরার পর মুশফিক প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘অধিনায়ক হিসেবে মুশফিককে আরও পরিণত হতে হবে। মাশরাফিও অধিনায়কত্ব করে, তার তো এত সমস্যা হয় না। সব সমস্যা শুধু মুশফিকের!’ মুশফিকের অধিনায়কত্ব নিয়ে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও সন্তুষ্ট নন। গত সপ্তাহে তিনি মন্তব্য করেছিলেন, ‘দক্ষিণ আফ্রিকায় মুশফিকের কিছু সিদ্ধান্ত খুবই বিতর্কিত ছিল। বাংলাদেশ টসে জিতে ব্যাটিং না বোলিং করবে, এনিয়ে কোনও দ্বিধা থাকতে পারে না। তার কারণে দলের মধ্যে সমস্যা তৈরি হয়। আমরা আগামীতে আর কোনও বিতর্কের ভেতর যেতে চাই না।’ মিরপুরের রেস্তোরাঁয় মুশফিকের অমন আচরণের পর ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, টেস্ট দলের অধিনায়কত্ব হারানো মেনে নিতে পারছেন না তিনি। আচরণেই স্পষ্ট, তিনি বেশ ক্ষুব্ধ। তবে ক্ষোভটা কার বিরুদ্ধে, তা পরিষ্কার নয়। উত্তরটা বোধহয় শুধু মুশফিকের জানা!
×