ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত: ০৩:৩৮, ১৮ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এসময় তারা তীব্র প্রতিবাদ জানিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। সোমবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ শেষে কুশপুত্তলিকা দাহ করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তুহিন কান্তি দাস, ঢাকা মহানগর সভাপতি দীপক শীল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী। এ সময় তারা ট্রাম্পের একতরফা সিদ্ধান্ত মানি না, সেভ প্যালেস্টাইন, মার্কিন সাম্রারাজ্যবাদ নিপাত যাক, সোলিডারিটি উইথ প্যালেস্টইন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। জি এম জিলানী শুভ বলেন, মধ্যপ্রাচ্যের অস্ত্র ব্যবসা চালানো ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ইশতেহারের অংশ। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশ সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বন্ধুরাষ্ট্র ফিলিস্তিনের পাশে না দিয়ে শুধু অবস্থা পর্যবেক্ষণ করছেন। এই অবস্থান মার্কিন সা¤্রাজ্যবাদের প্রতি বাংলাদেশের নতজানু অবস্থার প্রকাশ করে। অবিলম্বে বাংলাদেশ সরকার এই ফিলিস্তিনের পাশে দাড়ানোর দাবি জানাচ্ছি। এটা করা না হলে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমেরিকা দূতাবাস ঘেরাও করা হবে। লিটন নন্দী বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিন জেরুজালেমের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। কিন্তু হঠাৎ করে ট্রাম্পের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মার্কিন প্রশাসনকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এছাড়াও সমাবেশ শেষে তারা মশাল মিছিল করে। মিছিলটি জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
×