ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে হতদরিদ্রদের গৃহ উদ্বোধন ও হস্থান্তর

প্রকাশিত: ০১:৪৫, ১৮ ডিসেম্বর ২০১৭

কালীগঞ্জে হতদরিদ্রদের গৃহ উদ্বোধন ও হস্থান্তর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের গৃহ উদ্বোধন ও হস্থান্তর করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রাজনগর ইউনাইটেড কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্মেলন কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘‘ইমপ্রুভিং হেল্থ থ্রু হাউজিং, ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন ইন্টারভ্যান্শনস ইন ঢাকা এন্ড গাজীপুর ডিসট্রিক্ট” প্রকল্পের আওতায় এলাকার দরিদ্র হতদরিদ্র মানুষের জন্য নির্মিত বাসগৃহের উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান করা হয়। হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর জন এ আর্মস্ট্রং এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী খ.ম ফরহাদ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, সংস্থার সিনিয়র ম্যানেজার মো. আবুল বাশার, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু, প্রমুখ। পরে বিনামূল্যে উপজেলার দরিদ্র হতদরিদ্রদের মাঝে নানা প্রশিক্ষনের মাধ্যমে ২০টি ঘর নতুন নির্মাণ, ১২৮টি ঘর সংস্কার, ৩৯টি পাকা পায়খানা নতুন নির্মাণ ও ২টি নতুন নির্মাণ স্কুল টয়লেট তাদের হাতে তুলে দেওয়া হয়।
×