ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেয়ে হওয়ার কারণে!

প্রকাশিত: ০১:১২, ১৮ ডিসেম্বর ২০১৭

মেয়ে হওয়ার কারণে!

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ মেয়ে হওয়ার কারণে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত পিতার রেখে যাওয়া প্রায় ১০কোটি টাকা মূল্যের সম্পত্তি থেকে উচ্ছেদের পায়তারা করছে নিজের আপন চাচা এবং চাচাতো ভাইয়েরা। নিজেদের আপন ভাই না থাকায় বঞ্চিত হতে হচ্ছে ওয়ারিশ সম্পত্তির অংশ থেকে। টঙ্গীর আউচপাড়া মোল্লা বাড়ির পরিবারের তিন কন্যা ও তার মা এ অভিযোগ করেছেন টঙ্গী প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। সোমবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবে এক লিখিত সংবাদিক সম্মেলনে এ অভিযোগ করা হয়। দ্বারে দ্বারে ঘুরে কোথাও সুবিচার না পেয়ে বাবা ও স্বামীর ওয়ারিশের ন্যায্য বন্টন চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন টঙ্গীর তিন কন্যা ও তার মা খাদিজা বেগম। সংবাদ সম্মেলনে টঙ্গীর উত্তর আউচপাড়ার মোল্লা বাড়ির ওকাল উদ্দিন মোল্লার বিধবা স্ত্রী খাদিজা বেগম জানান, গত বছর তিন কন্যা সন্তান রেখে ১৬ ফেব্র“য়ারি তার স্বামী মারা যান। কোন পুত্র সন্তান না থাকায় ওকাল উদ্দিন মোল্লা জীবিত থাকাকালীন তার আপন দুই ভাইয়ের আগ্রাসী মনোভাবের কারণে জীবদ্দশায়ই তার সম্পত্তির একটি অংশ স্ত্রী ও তিন কন্যাকে হেবা দলিলমূলে দান করে যান। মৃত ওকাল উদ্দিনের কোন পুত্র সন্তান না থাকায় বর্তমানে তার দুই ভাই ওকাল উদ্দিন মোল্লার স্ত্রী ও তিন কন্যাকে পৈত্রিক ভিটেসহ অন্যান্য সম্পত্তি থেকে উচ্ছেদের পায়তারা করছেন বলে সাংবাদিক সম্মেলনে বলা হয়। তাদের বাড়ির কোন সংস্কার ও নির্মাণ কাজও করতে দিচ্ছে না তার আপন চাচা ও চাচাতো ভাইয়েরা। এমনকি থানা পুলিশ দিয়েও তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ওকাল উদ্দিন মোল্লার বড় মেয়ে কলেজ ছাত্রী পারুল আক্তার অভিযোগ করে বলেন, তারা পৈত্রিক সম্পত্তির ন্যায্য সত্ত্ব প্রতিষ্ঠার জন্য গাজীপুর আদালতে ভাটোয়ারা মোকদ্দমা করেছেন (মোকদ্দমা নং-৪৮/২০১৭ইং)। তাদেরকে চূড়ান্তভাবে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে ওই দেওয়ানী মোকদ্দমা প্রত্যাহারের জন্যও হুমকি দেয়া হচ্ছে। একের পর এক হুমকির ফলে তারা নিজের বাড়িতেও নিরাপত্তাহীনতায় ভোগছেন। এব্যাপারে তারা থানায় সাধারণ ডায়েরী করেছেন। ওকাল উদ্দিনের দুই ভাইয়ের সাথে স্থানীয় প্রভাবশালীরাও জড়িত বলে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেছেন। পারুল আক্তার সাংবাদিকদের কান্নাজড়িত কন্ঠে বলেন, “আমরা বাবার কন্যা সন্তান হওয়ায় এমন দুর্যোগ নেমে এসেছে আমাদের উপর। আপন চাচা ও চাচাতো ভাইয়েরা আমাদের এই বলে শাসাচ্ছে যে তোরা মেয়ে মানুষ, বাবার ছেলে না থাকলে মেয়ে মানুষরা বাপের সম্পত্তির কোন অংশ পায় না। তোরা টঙ্গী ছেড়ে চলে যা। পরের ছেলেকে বিয়ে করে মোল্লা বাড়ির সম্পত্তি ভোগ করতে দেয়া হবে না তোদের।” পারুল তাদের সম্পত্তি ও জান-মাল রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, দেশের প্রধানমন্ত্রী একজন নারী। নারী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে আসবেন আমাদের তিন বোন ও মায়ের নারী অধিকার রক্ষায়।
×