ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাটমোহরে মুক্তিযুদ্ধের চেতনায় ৭১ ফুট দৈর্ঘ্যের জাতীয় পতাকার প্রদর্শনী

প্রকাশিত: ০১:০৯, ১৮ ডিসেম্বর ২০১৭

চাটমোহরে মুক্তিযুদ্ধের চেতনায় ৭১ ফুট দৈর্ঘ্যের জাতীয় পতাকার প্রদর্শনী

সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা ॥ মহান মুক্তিযুদ্ধের চেতনায় ৩০ লাখ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পাবনার চাটমোহরে মহান বিজয় দিবসের দিন হতে ৫ দিন ব্যাপী ৭১ ফুট দৈর্ঘ্যের জাতীয় পতাকা ও ৪৬তম বিজয় দিবস উপলক্ষে ৪৬টি জাতীয় পতাকা সারিবদ্ধভাবে উত্তোলন করে সর্বস্তরের জনসাধারনের জন্য প্রদর্শনীর আয়োজন করে নজির স্থাপন করলেন হুমায়ন কবির নামে এক যুবক। নিজস্ব অর্থায়নে ও ব্যক্তিগত উদ্যোগে চলনবিল অধ্যুষিত উপজেলার হান্ডিয়াল বাজারে আরএন প্লাজার স্বত্বাধিকারী হুমায়ন তার নিজ প্রতিষ্ঠানের সামনে এ প্রদর্শনীর আয়োজন করেন। ব্যতিক্রমী এ আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত শিক্ষার্থী সহ সাধারণ মানুষের ঢল নামে প্রদর্শিত বৃহৎ ওই জাতীয় পতাকা দেখতে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭১ জন শিশু-কিশোর ও তরুণের হাতে ৭১টি মোমবাতি প্রজ্বলন করা হয়। এমন ব্যতিক্রমী আয়োজনে প্রতিদিনই উপস্থিত থাকেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী এসএম মোজাহারুল হক, ইউপি চেয়ারম্যান জাকির হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। আয়োজক হুমায়ন কবির জানান, শিশু-কিশোর শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মাঝে ৭১-এর চেতনাকে ছড়িয়ে দিতে ৭১ ফুট দৈর্ঘ্য ও ৪২.৬ ফিট প্রস্তের জাতীয় পতাকা প্রদর্শনীর এ আয়োজন করা হয়েছে।
×