ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোবিন্দগঞ্জে জামায়াত বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ০১:০৮, ১৮ ডিসেম্বর ২০১৭

গোবিন্দগঞ্জে জামায়াত বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত ও বিএনপির ১২ নেতাকর্মীকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১১ জন জামায়াত নেতাকর্মী এবং বিএনপির এক নেতা। ওই ১২ নেতাকর্মী সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত এক মামলায় জামিন আবেদন করলে বিচারক পার্থ ভদ্র তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক ব্যক্তিরা হল- জামায়াতে ইসলামীর গোবিন্দগঞ্জ থানা পূর্ব সেক্রেটারী মশিউর রহমান, নাকাই ইউনিয়ন আমীর আব্দুল আজিজ ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সিরাজুল ইসলাম অন্যতম। আসামী পক্ষের আইনজীবি গণেশ প্রসাদ জানান, আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে গত ১১ অক্টোবর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে। আসামীরা গত ২৪ অক্টোবর উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন। হাইকোর্ট নিম্ন আদালতে আত্মসমর্পনের শর্তে তাদের জামিন মঞ্জুর করেছিলেন। সে অনুযায়ি আসামীরা গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার আত্মসমর্পন করে পুনরায় জামিনের আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, জামায়েতের কেন্দ্রীয় আমীর মকবুল আহম্মদসহ ৮ নেতার মুক্তির দাবীতে গত ১২ অক্টোবর আহুত হরতালে নাশকতা চালানোর জন্য গত ১১ অক্টোবার রাতে উপজেলার নাকাইহাট বন্দর এলাকায় জামায়াতে ইসলামীর নাকাই ইউনিয়ন আমীর আব্দুল আজিজের বাড়িতে গোপন বৈঠক বসে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠককারীরা পালিয়ে যায়। সেসময় পুলিশ ৪৭ জনের নাম উল্লেখসহ ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী দেখিয়ে সন্ত্রাস বিরোধী আইনে এই মামলা দায়ের করা হয়।
×