ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে পদ্মা সেতুর নদী শাসনের অধিগ্রহণের জায়গায় অভিযান

প্রকাশিত: ০১:০৩, ১৮ ডিসেম্বর ২০১৭

মাদারীপুরে পদ্মা সেতুর নদী শাসনের অধিগ্রহণের জায়গায় অভিযান

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে পদ্মা সেতুর নদী শাসনের বালু অপসারণের লক্ষ্যে অধিগ্রহণের জন্য প্রস্তাবিত শিবচরের কাঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা মৌজায় অভিযান শুরু করেছে প্রশাসন। অভিযানেকা ২০ অবৈধ ঘর-বাড়ি, খামার, গাছের বাগান উচ্ছেদ করা হয়েছে। এ সময় ৩ দালালকে আটক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে মাদারীপুর জেলা, শিবচর উপজেলা প্রশাসন ও পুলিশ পদ্মা সেতুর নদী শাসনের বালু অপসারণের লক্ষ্যে অধিগ্রহণের জন্য প্রস্তাবিত চরচান্দ্রা মৌজায় অভিযান চালায়। এ সময় দালাল চক্রের অনেক সদস্যই গা ঢাকা দেয়। অভিযানে এ পর্যন্ত ২০ অবৈধ ঘর-বাড়ি, খামার, গাছের বাগান উচ্ছেদ করা হয়। একই সময় পার্শ^বর্ত্তী শরীয়তপুর জেলার জাজিরার নাওডোবা এলাকার ৩ দালালকে আটক করে পুলিশ। উল্লেখ্য, নদী শাসনের কাঠালবাড়ির প্রায় ১২শ একর জায়গা নতুন করে অধিগ্রহণের জন্য প্রস্তাব করে পদ্মা সেতু বিভাগ। এই খবরে দালাল চক্র ওই জায়গায় শত শত অবৈধ ঘর বাড়ি খামার উত্তোলন করে। এছাড়াও চক্রটি গাছ লাগিয়ে বাগান তৈরি করেও সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছিল। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, ‘এ উপজেলায় বর্তমানে বহু জায়গা অধিগ্রহণ চলছে। এলাকায় যখনই কোন অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়, তখনই অসাধু চক্র সরকারী টাকা লোপাটের আশায় এ সকল এলাকায় রাতারাতি ঘর-বাড়ি, গাছের বাগানসহ বিভিন্ন স্থাপনা তৈরি করে। এদের সাথে পাশর্^বর্তী জাজিরা উপজেলার নাওডোবাসহ বিভিন্ন এলাকার কয়েকটি দালাল চক্র জড়িত রয়েছে। আমরা আওয়ামীলীগ পার্লামেন্টারী পার্টির সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। দালালদের আটক করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
×