ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাড়ে ৩ মাসে ৯৯ কোটি টাকার বিমা দাবি পরিশোধ

প্রকাশিত: ০১:০২, ১৮ ডিসেম্বর ২০১৭

সাড়ে ৩ মাসে ৯৯ কোটি টাকার বিমা দাবি পরিশোধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সাড়ে ৩ মাসে ৯৯ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। দেশের দ্বিতীয় বারের মতো বিমা মেলা আয়োজন উপলক্ষ্যে সোমবার আইডিআরএ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি। লিখিত বক্তব্যে শফিকুর রহমান পাটোয়ারী বলেন, আগামী ২২ ও ২৩ ডিসেম্বর সিলেটে দুই দিন ব্যাপী বিমা মেলা অনুষ্ঠিত হবে। সেখানে আরও ১৮ কোটি টাকার বিমা দাবী পরিশোধ করা হবে। এ সময় আইডিআরএ চেয়ারম্যান বলেন, ইমেজ সংকটের কারণে প্রসারিত হচ্ছে না দেশের উন্নত বিমা খাত। তাই নতুন কর্তৃপক্ষ আসার পর থেকেই এই ইমেজ সংকট দূর করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নতুন কর্তৃপক্ষ আসার পর মাত্র সাড়ে ৩ মাসে ৯৯ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে নেওয়া হচ্ছে আরও নতুন নতুন উদ্যোগ।
×