ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্টুয়ার্ট ব্রডের 'লজ্জা'র রেকর্ডে হারল ইংল্যান্ড

প্রকাশিত: ০০:৪৬, ১৮ ডিসেম্বর ২০১৭

স্টুয়ার্ট ব্রডের 'লজ্জা'র রেকর্ডে হারল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক ॥ পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হেরে অ্যাশেজ সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। সোমবার টেস্টের পঞ্চম ও শেষদিন অজিদের কাছে ইনিংস ও ৪১ রানের বড় ব্যবধানে পরাজিত হয় ইংলিশরা। এর আগে ব্রিসবেন ও অ্যাডিলেড টেস্টেও পরাজিত হয় ইংল্যান্ড। পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট গ্রাউন্ডে (ওয়াকা) প্রথম ইনিংসে ৪০৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৬৬২ রান তোলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ২৫৯ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড সোমবার টেস্টের পঞ্চম দিন মাত্র ২১৮ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ডের বিধ্বস্ত হওয়ার দিনে লজ্জার রেকর্ড গড়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ 'ডাক' মারার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন তিনি। প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে টিম পাইনকে ক্যাচ দিয়ে ২ বলে শূন্য রানে সাজঘরে ফেরে লজ্জার রেকর্ড গড়েন ব্রড। ইংল্যান্ডের হয়ে টেস্টে ২৩ বার 'ডাক' মেরে এতদিন শীর্ষে ছিলেন জেমস অ্যান্ডারসন। সোমবার জিমিকে সেই লজ্জা থেকে মুক্তি দেন ব্রড। সবমিলিয়ে টেস্টে শূন্য রানে আউট হওয়ার দিক থেকে ১২ নম্বরে রয়েছেন ব্রড। সর্বোচ্চ ৪৩ বার 'ডাক' মেরে তালিকার চূড়ায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালস। ক্রিস মার্টিন (৩৬), গ্লেন ম্যাকগ্রা (৩৫), শেন ওয়ার্ন (৩৪), মুত্তিয়া মুরালিধরন (৩৩), জহির খান (২৯), মারভান ডিলন (২৬), কার্টলি অ্যামব্রোস (২৬), দানিশ ক্যানেরিয়া (২৫), ইশান্ত শর্মা (২৫) ও ড্যানি মরিসনরা (২৪) ব্রডের ওপরে রয়েছেন।
×